এইদিন ওয়েবডেস্ক,বেলুচিস্তান,২১ মার্চ : বেলুচিস্তানে ফের পাকিস্তানি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আক্রমণ হয়েছে । হামালার পর অস্ত্র ছিনিয়ে নেয় সশস্ত্র ব্যক্তিরা৷ বেলুচিস্তানের মাস্তুংয়ের খাদকোচায় পাক বাহিনীর দুই সদস্য পায়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।
সূত্রের খবর, এফসি ক্যাম্পের কাছেই এই হামলা চালানো হয়েছে। হামলায় একজন অফিসার ঘটনাস্থলেই নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন, এবং আক্রমণকারীরা অফিসারদের অস্ত্রও কেড়ে নিয়ে পালায় । ঘটনার পর বিপুল সংখ্যক পুলিশ এবং এফসি সদস্য ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।।