এইদিন ওয়েবডেস্ক,খড়গপুর,২১ মার্চ : সাংসদ থাকাকালীন দেওয়া টাকায় রাস্তার উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে । উদ্বোধন করতে যাওয়ার পথে প্রথমে দিলীপবাবুর গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের মহিলা ও পুরুষ ক্যাডাররা । দিলীপবাবু প্রথমে তাদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা না সরলে প্রাক্তন সাংসদ চরম রেগে যান এবং বলেন, ‘দিলীপ ঘোষের সঙ্গে পাঙ্গা নিও না, ওপর দিয়ে চালিয়ে দেবো’ । এরপর তিনি গাড়িতে চড়ে ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন ।
আসলে খড়গপুর শহরে ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মানের জন্য সাংসদ থাকাকালীন সাংসদ কোটায় টাকা দিয়েছিলেন দিলীপ ঘোষ । তিনি বলেন,’সাংসদ তহবিল থেকে রাস্তা হবে কিন্তু উদ্বোধন করবে তৃণমূলের কাউন্সিলর , না করতে পেরে মাথা খারাপ তৃণমূলের । খড়গপুরের ৬ নং ওয়ার্ডের ভবানীপুরে সাংসদ তহবিলের ২.৬ লক্ষ টাকা ব্যয়ে একটি ঢালাই কংক্রিটের রাস্তা উদ্বোধন হলো । পুরসভার দায়িত্ব নিয়ে এই কাজটি করার কথা থাকলেও তাদের দায়িত্ব তারা পালন করেনি। পরবর্তীতে দিনের পর দিন সমস্যায় জর্জরিত মানুষের জন্য আমরা সাংসদ তহবিল থেকে উদ্যোগ নিই। এলাকাটি অত্যন্ত নিচু, জল জমে যেত প্রায়শই। তাই মাটি ফেলে উঁচু করে তারপর রাস্তা বানানো হয়। আজ এই রাস্তাটি উদ্বোধন করার সময় স্থানীয় তৃণমূলের কাউন্সিলারের দলবল ঝামেলা করছিল। মমতা ব্যানার্জির দল কাজ করে না শুধু ঝামেলা – গন্ডগোল – মারপিট করে এবং মানুষের সামনে মিথ্যা কথা বলে ।’
তবে শুধু গাড়ি আটকানোই নয়,তৃণমূলের দুই মহিলা ক্যাডার রাস্তায় বসে বিক্ষোভ দেখান । তারা দিলীপবাবু পায়ে হেঁটে গেলে তারা তার পিছু নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন । এরপর ক্ষুব্ধ দিলীপবাবু বলেন,’যখন রাস্তার সমস্যা ছিল তখন কোথায় ছিলেন ? কারোর বাপের টাকায় রাস্তা হয়নি ।’ তৃণমূলের এক মহিলা ক্যাডার আঙুল উুঁচিয়ে বলেন, ‘আপনি বাপ তুলে কেন কথা বলছেন ? আপনি এমপি হয়ে বাপ তুলে কথা বলতে পারেন ?’ তখন দিলীপ উত্তর দেন, ‘চোদ্দ পুরুষ তুলব’। বিক্ষোভকারী মহিলা প্রশ্ন করেন, ‘কেন কে অধিকার দিয়েছে আপনাকে ?’ দিলীপ ঘোষ পাল্টা বলেন, ‘প্রদীপকে বলো।’ উত্তরে মহিলা বলেন, ‘প্রদীপকে বলবো কেন ?’ এরপর দিলীপবাবু ‘এই ৫০০ টাকার চাকররা এরা কিছু করতে দেয় না। শুধু ঘেউ ঘেউ করে, করতে দাও’ বলে সেখান থেকে চলে আসেন ।
তৃণমূলের দাবি ছিল যে রাস্তাটি স্থানীয় পুরসভার দলীয় চেয়ারম্যান উদ্বোধন করুক । অবশ্য দিলীপবাবু জানা, চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি আসেননি । বিজেপি দিলীপ ঘোষের এই আচরণকে ‘যোগ্য জবাব’ বলে অবিহিত করলে চরম ক্ষুব্ধ তৃণমূল।।