এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ মার্চ : ‘হিন্দুত্ব’ শব্দতে আপত্তি রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি । বিজেপির উল্লিখিত ‘হিন্দুত্ব’ শব্দগুলি বিধানসভার রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি৷ আর এনিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিমান ব্যানার্জি ও তার দলকে ‘হিন্দুবিরোধী’ বলে আখ্যায়িত করেছেন ।
বিজেপি বিধায়করা রাজ্য বিধানসভা থেকে ওয়াক আউট করার সময় হিন্দুত্ববাদী শ্লোগান দিয়েছিলেন । এনিয়ে জনৈক সাংবাদিক বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জিকে প্রশ্ন করলে উত্তরে তিনি ‘হিন্দুত্ব’ শব্দ বিধানসভার রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান । বিমান ব্যানার্জির ওই বক্তব্যের ভিডিও এক্স-এ শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী । সেই ভিডিওতে অধ্যক্ষকে বলতে শোনা গেছে,’অফিসিয়ালি আমাদের রেকর্ডে কিছুই যায়নি । আমি জানিনা এটা মিডিয়ায় প্রচার করে কি পাবেন । আমার অফিসের রেকর্ডের বাইরে আমি কিছু বলতে পারব না । ওরা আমার কাছে একটা অ্যাডজর্নাল মোশন দিয়েছিল, সেটা এডিট করেছি৷ এডিটের যে ভার্সনটা করতে বলেছি সেটা করেছে । সেখানে ‘হিন্দুত্ব’ শব্দগুলো বাদ দেওয়া হয়েছে । ওরা হোলি বা দোলে কিছু কিছু জায়গায় যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল সেটা জুড়তে চেয়েছিল । তাতে ‘হিন্দুত্ব’ শব্দ জুড়তে চেয়েছিল । কিন্তু ‘হিন্দুত্ব’ শব্দ আমরা নিইনি ।’
প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা জানিয়ে শুভেন্দু অধিকারী লিখেছেন,’বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় (একটি আলোচিত বিষয়) স্পিকার একটি মুলতুবি প্রস্তাব থেকে ‘হিন্দুত্ব’ শব্দটি মুছে ফেললেন। কেন? ‘হিন্দুত্ব’ শব্দটি কি সংবিধান বিরোধী নাকি অসংসদীয় ? তিনি কীভাবে ‘হিন্দুত্ব’ শব্দটি সম্পাদনা এবং মুছে ফেলতে পারেন? তিনি হিন্দুবিরোধী। তাঁর দল হিন্দুবিরোধী। তিনি আমাদের কণ্ঠস্বর দমন করে হিন্দুত্ববাদী বিধায়কদের কোণঠাসা করার জন্য তাঁর পদের অপব্যবহার করছেন। আমরা পিছপা হব না। আমরা আমাদের আওয়াজ তুলব এবং তাঁকে ‘হিন্দুত্ব’ শব্দটি শোনাতে বাধ্য করব, যা তিনি খুব ঘৃণা করেন। এছাড়াও, আমরা তাঁর বিধানসভা কেন্দ্রের ভোটারদের কাছে বিষয়টি উত্থাপন করব এবং তাদের জানাব যে কীভাবে তারা একজন হিন্দুবিরোধী প্রচারককে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রবেশ করতে দিয়েছেন ।’।