এইদিন ওয়েবডেস্ক,মালদহ,২৫ নভেম্বর ঃ মালদহের মানিকচকে গঙ্গায় বার্জ ডুবির ঘটনায় আরও এক ব্যক্তির দেহ ও একটি লরি উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা । বুধবার সকাল থেকে গঙ্গায় শুরু হয় তল্লাশি অভিযান । অত্যাধুনিক ক্রেন এনে গঙ্গায় তল্লাশি চালানো হয় । তারপর দুপুর নাগাদ নদী থেকে একটি মালবাহী লরি উদ্ধারের পাশাপাশি এক ব্যক্তির দেহ উদ্ধার হয় । দেহটি ট্রাকের কেবিনের মধ্যেই আটকে ছিল। পুলিশ জানিয়েছে মৃতের নাম সাইদুল শেখ । ঝাড়খণ্ডের উদুয়া এলাকার বাসিন্দা সাইদুল ওই লরির খালাসির কাজ করতো বলে জানা গেছে।
বার্জ ডুবির ঘটনাটি ঘটে গত সোমবার । মোট দশটি পন্যবাহী লরি ও বার্জের চালক ও খালাসি মিলে ২০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। এযাবৎ চারটি লরি উদ্ধার হয়েছে ৷ এখনও কয়েকজন যাত্রীর হদিশ পাওয়া যায়নি বলে জানা গেছে । এদিন সকাল থেকেই মানিকচকে গঙ্গার ঘাটে উপস্থিত হন প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে ফের তল্লাশি অভিযান শুরু হয় । তখন এক খালাসির দেহ ও একটি লরি উদ্ধার হয় ।।