এইদিন ওয়েবডেস্ক,বেলুচিস্তান,১৮ মার্চ : পাকিস্তান -অধিকৃত বেলুচিস্তানে ‘অজ্ঞাত’ বন্দুকধারীদের হাতে একজন বিশিষ্ট ইসলামী নেতা নিহত হয়েছে । রবিবার রাতে (১৬ মার্চ, ২০২৫) কোয়েটা বিমানবন্দর রোডে এই হামলাটি ঘটে, যেখানে জমিয়তে উলেমা-ই-ইসলাম (জেইউআই) এর বর্ষীয়ান নেতা মুফতি আব্দুল বাকি নূরজাই নিহত হন। অজ্ঞাত হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। গুরুতর অবস্থায় নূরজাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মুফতি আব্দুল বাকিকে জেইউআই-এর একজন বড় নেতা হিসেবে বিবেচনা করা হত। হামলার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ও নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের ধরতে অভিযান চলছে। প্রশাসন আশ্বস্ত করেছে যে অপরাধীদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।
এর একদিন আগে,ভারতের মোস্ট ওয়ান্টেড হাফিজ সইদের ঘনিষ্ঠ লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসী আবু কাতালও খতম হয়েছিল। পাঞ্জাবের ঝিলামে অজ্ঞাত বন্দুকধারীরা তার উপর আক্রমণ করে। সে ভারতে অনেক সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ছিল।।