এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৪ আগস্ট : বিধানসভা নির্বাচন ও করোনা আবহের কারনে দীর্ঘ দিন ধরে রক্তদান শিবিরের আয়োজন করতে পারেনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলগুলি । ফলে কাটোয়া হাসপাতালের হেমরাজ ব্লাডব্যাঙ্কে কার্যত রক্ত সংকট চলছে । ভোটের ফল ঘোষণার পর থেকে রক্তদান শিবির শুরু হলেও এখনও ব্লাডব্যাঙ্কে রক্তের ঘাটতি রয়ে গেছে ।
স্থানীয় হাসপাতালের ব্লাডব্যাঙ্কের এই পরিস্থিতি সম্পর্কে অবহিত ছিলেন কাটোয়া শহরের কলেজপাড়ার বাসিন্দা বাবলি দাস নামে এক তরুনী । তাই নিজের বিয়ের অনুষ্ঠানে আয়োজন করলেন রক্তদান শিবিরের । বুধবার কাটোয়ার একটি লজে তাঁর বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ওই অনুষ্ঠানে যোগ দিতে এসে ১৫ জন মহিলা ও ২৫ জন পুরুষ মিলে মোট ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন । রক্তদাতারা মধ্যে প্রায় সকলেই বাবলির বন্ধুবান্ধব । তাঁদের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্যও রক্তদান করেন । দিনের শেষে হেমরাজ ব্লাডব্যঙ্কের হাতে ৪০ ইউনিট রক্ত তুলে দেওয়া হয় । কাটোয়ার তরুনীর এই প্রকার উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এলাকায় ।
কাটোয়ার কলেজপাড়ার বাসিন্দা বাবলি দাস একজন উচ্চ শিক্ষিতা । কলেজে পড়াশোনার সময় থেকেই তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন । সম্প্রতি কলকাতার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয় । এদিন ছিল বিয়ের অনুষ্ঠান । তরুনীর বাবা অমৃতগোপাল দাস বলেন, ‘বিয়ের আগেই মেয়ে বলেছিল অনুষ্ঠানের দিন রক্তদান শিবিরের আয়োজন করবে । তাই তার ইচ্ছাতেই এদিন এই শিবির করা হয়েছে ।’ পাশাপাশি তিনি জানান, করোনাবিধির কারনে মেয়ের বিয়ের অনুষ্ঠানে বেশি আড়ম্বর করা হয়নি । খুব কম সংখ্যক মানুষকে বিয়েতে আমন্ত্রিত করা হয়েছে ।।