এইদিন ওয়েবডেস্ক,উত্তর দিনাজপুর,১৭ মার্চ : পরিবারের অমতে ভিন সম্প্রদায়ের প্রেমিককে বিয়ে করায় এক তরুনীর শ্রাদ্ধানুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করল পরিবার । ওই অনুষ্ঠানে মেয়েটির সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করা হয়েছে । পাশাপাশি শনিবার আয়োজিত শ্রাদ্ধানুষ্ঠানে আত্মীয়স্বজনদের পাশাপাশি গ্রামবাসীদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হয়েছে । উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জিয়াখুরী সংলগ্ন গ্রামের ঘটনা । সংবাদমাধ্যমের কাছে পরিবারের লোকজন জানান যে বাকি মেয়েদের সামনে একটা দৃষ্টান্ত তুলে ধরতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন । যদিও কেউ কেউ পরিবারের এই পদক্ষেপের নিন্দা করেছেন । তবে গ্রামের বাসিন্দাদের পাশাপাশি অনেক নেটিজেন সাধুবাদ জানিয়েছেন তরুনীর পরিবারকে ।
খবর বাংলা সংবাদ নামে একটা ফেসবুক চ্যানেলে ঘটনার বিবরণে লেখা হয়েছে,চাঞ্চল্যকর ঘটনা উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাড়ির অমতে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন পরিবারের লোকজন। পুরোহিত দিয়ে মন্ত্র পড়িয়ে, যজ্ঞ করে মৃত ব্যক্তির মতোই শ্রাদ্ধের কাজকর্ম সারেন তাঁরা। পাশাপাশি গ্রামবাসী ও আত্মীয়স্বজনদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা রাখা হয়। মেয়েটির পরিবার দাবি, মেয়েটি তাদের অমতে বিয়ে করার কারণে তার সামাজিক মর্যাদা এবং সম্মানহানি হয়েছে। ফলে, তারা মনে করছেন যে, এই ঘটনার ফলেই মেয়েটি মারা গেছেন ।
প্রতিবেদনে বলা হয়েছে,পুরোহিত দিয়ে মন্ত্র পড়িয়ে, যজ্ঞ করে ও মৃত ব্যক্তির মতোই শ্রাদ্ধের কার্যক্রম সম্পন্ন করা হয়।গত ৯ মার্চ প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান ওই তরুণী। তারপর বিয়েও করেন। চোপড়া থানার পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়েরের পর ওই মেয়েকে উদ্ধারও করা হয়। পরে আদালতের নির্দেশে সাবালক মেয়ের জবানবন্দি নিয়ে আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠানো হয়। এরপরই চরম সিদ্ধান্ত নেয় ওই মেয়েটির পরিবার।’
এই কর্মকাণ্ডের নিন্দা করে ওই চ্যানেলটি লিখেছে, একবিংশ শতকে যেখানে মহিলা ক্ষমতায়নে বিশেষ জোর দিয়েছে কেন্দ্র থেকে রাজ্য উভয়েই, সেখানে মেয়ের সিদ্ধান্তে তোয়াক্কা না করেই এহেন কার্য ঘটালেন বাবা নিজেই।’ তবে পিঙ্কি বর্মন নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,’এইমাত্র খবর পেলাম উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত সোনারপুর এলাকায় এক রাজবংশী সমাজের মেয়ে কোনও এক মুসলমান সমাজের ছেলের হাত ধরে বেড়িয়ে গেছিল গত 9-ই মার্চ, 2025 তারিখে। আজকে সেই মেয়ের পরিবার এবং গ্রামবাসী মিলে সেই মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করলেন। ভাবুন কতটা যন্ত্রণা নিয়ে তার পরিবার এই সিদ্ধান্তে এগিয়েছে। আমরা প্রেমের বিরোধী নই, প্রেমের সম্পর্ক মধূর পরিণতি পাক এটা আমরা সকলেই আশা করি। কিন্তু পাশাপাশি যেন আমাদের ব্যক্তি সুখে গোটা পরিবার, এতবড় সমাজ, কুল-ধর্ম যাতে আঘাত না পায় তার জন্যও আমাদের দিদি বোন এবং এই প্রজন্মকে চেতনা দেওয়া আমাদের কর্তব্য বলেই আমি মনে করি।’

জানা গেছে,গত ৯ মার্চ মেয়েটি প্রেমিকের হাত ধরে পালানোর পর পরিবার পরিজন ও গ্রামের প্রচুর মহিলা ও পুরুষ থানার সামনে এসে জড়ো হয়ে তাকে ফিরিয়ে আনার দাবিতে সরব হয় । পরে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের মুখোমুখি করে৷ কিন্তু মেয়েটি প্রেমিককে ছাড়তে চায়নি । ফলে হতাশ হয়ে বাড়ি ফিরে এসে তরুনীর শ্রাদ্ধানুষ্ঠান করে তার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন তারা ।।