এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ মার্চ : আজ সোমবার সাতসকালে শিয়ালদহ স্টেশনের বাইরে বিপুল আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টার্স্ক ফোর্স(এসটিএফ) । পুলিশ ধৃতকে হাসান শেখ নামে চিহ্নিত করেছে । তার বাড়ি মালদার কালিয়াচকে । তার কাছ থেকে একটা কালো রঙের ট্রাভেল ব্যাগ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে । প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে ওই আগ্নেয়াস্ত্রগুলি বিহারের খাগাড়িয়ায় তৈরি। সেখান থেকে সড়কপথে মানসিং হয়ে কালিয়াচকে আনা হয় । এরপর বেআইনি আগ্নেয়াস্ত্রগুলি কলকাতায় পাচারের জন্য নিয়ে আসে ওই দুষ্কৃতী । পুলিশ সিজার লিস্ট তৈরি করছে ।
পুলিশ সূত্রে খবর,অস্ত্র পাচারের আগাম খবর ছিল রাজ্য পুলিশের গোয়েন্দাদের কাছে । সেই অনুযায়ী শিয়ালদহ স্টেশন চত্বরে ওৎপেতে বসে থাকে এসটিএফ-এর একটি দল । সেই সময় বাজারে এক্সপ্রেস ট্রেন থেকে নামে হাসান শেখ। সে একটা কালো ব্যাগ কাঁধে নিয়ে রেলস্টেশন চত্বর দিয়ে হেঁটে যেতেই এসটিএফ তাকে আটকে ব্যাগে তল্লাশি চালায় । আর ব্যাগ খুলতেই বিপুল আগ্নেয়াস্ত্র নজরে পরে এসটিএফ-এর আধিকারিকদের । আজই তাকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ । ধৃত দুষ্কৃতী ওই আগ্নেয়াস্ত্র কোথায় পাচারের জন্য এনেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ।।