এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৫ মার্চ : বাংলাদেশের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মুখে রুমাল বেঁধে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে তার বাবা ।শুক্রবার রাতে উপজেলার চরমোহনা ইউনিয়নের মালের বাড়ির বাগান থেকে তাকে আটক করা হয় বলে জানান লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক। ধৃতের নাম জাকির হোসেন (৩০) । সে চরমোহনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনির আহমেদের ছেলে। মনির আহমেদ দাবি করেছেন যে তার ছেলে মানসিক সমস্যায় ভুগছে । যদিও সিসিটিভি ফুটেজে জাকির হোসেনের মানসিক সমস্যার কোনো লক্ষণই দেখা যায়নি । সে আশপাশে লোকজন আছে কিনা আগে দেখে নিয়ে তবেও দেবী মূর্তি ভাঙে ।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রী শ্রী মহামায়া মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে মন্দিরের বাহিরের একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে জাকিরকে শনাক্ত করে পুলিশ।
জামিলুল হক বলেন, বৃহস্পতিবার রাতে পৌর শহরের গেঞ্জিহাটা এলাকার ওই মন্দিরে ঢুকে জাকির একটি প্রতিমা ভাঙচুর করে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীর পূজা আরতি শেষ করে মন্দিরের পুরোহিত চলে যান। পরে রাতে মন্দিরের ভেতর ভাঙাচোরা প্রতিমা দেখে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জানান। মন্দিরের সিসি টিভি ফুটেজে দেখা যায় মুখে রুমাল বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙে চলে যান বলেন জানান তিনি।
জাকিরের বাবা মনির আহমেদ বলেন,আমার ছেলে ২০১৮ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছে। তাকে কিছুদিন চিকিৎসা করিয়েছি। পরে টাকার জন্য আর পারিনি। সে একটি মন্দিরে ঢুকে মূর্তি ভেঙেছে। পরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই ।
সহকারী পুলিশ সুপার জামিলুল হক বলেন, সিসি টিভি ফুটেজের মাধ্যমে জাকিরকে শনাক্ত করা হয়েছে। সে থানায় পুলিশ হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।।