এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১২ মার্চ : দেশি পাইপগান এবং সাত রাউন্ড কার্তুজসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃত দুষ্কৃতীর নাম আজিজুল শেখ (৪২) ওরফে আজলু । কাটোয়া থানার মুল্টি গ্রামে বাড়ি তার । প্রাথমিক জেরায় ধৃত আজিজুল জানিয়েছে যে এলাকায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে সে আগ্নেয়াস্ত্র ও গুলি মজুত করে রেখেছিল । আজ বুধবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় ধৃত আজিজুল শেখ আরও এমন কয়েকজনের নাম জানিয়েছে যাদের কাছেও আগ্নেয়াস্ত্র আছে । বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ । ধৃত ব্যক্তি কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সংগ্রহ করেছে তা জানতে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।।