এইদিন বিনোদন ডেস্ক,১১ মার্চ : অন্য ধর্মের মেয়েদের বিয়ে করার পরামর্শ দেওয়ায় চক্রবর্তী সুলিবেলেকে ‘যৌনতাবাদী ভণ্ড’ আখ্যা দিলেন ‘সেকুলার’ অভিনেতা প্রকাশ রাজ। আসলে কর্ণাটকের হিন্দুত্ববাদী কলামিস্ট এবং বক্তা চক্রবর্তী সুলিবেলের বক্তব্য যে, যেসব হিন্দু ছেলেরা মেয়ে খুঁজে পায় না তাদের অন্য ধর্মের মেয়েদের বিয়ে করে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা উচিত । যাতে বেজায় চটেছে ছদ্ম ধর্মনিরপেক্ষতাবাদী কন্নড় অভিনেতা প্রকাশ রাজ৷ তার প্রতিক্রিয়া হল,’এই সব অস্ত্র কোমরের নিচে… শ্শ..শ্শ.. এত বিকৃত.. লম্পট ভণ্ডরা কোন ধর্মের নয়… সাবধান।’ কিন্তু হিন্দু ছেলেদের অন্য ধর্মের মেয়েদের বিয়ে করতে অসুবিধা কি ? তার ব্যাখ্যা তিনি দেননি ।
এদিকে, সুলিবেলের দেওয়া ভাষণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। রবিবার বিশ্ব হিন্দু পরিষদ কর্তৃক ম্যাঙ্গালুরুতে আয়োজিত ‘কোরাগজ্জনের উৎপত্তির দিকে আমাদের পদক্ষেপ’ মেগা পদযাত্রার সমাপনী সভায় মূল বক্তৃতা প্রদানকারী সুলিবেলে হিন্দু যুবকদের ধর্মান্তরিতদের তাদের স্বধর্মে ফিরিয়ে আনার জন্য প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান।
যদিও তার এই মন্তব্যে এসডিপিআই সহ বেশ কয়েকটি ইসলামি সংগঠনের নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন । ডিওয়াইএফআই নেতা মুনির কাতিপাল্লা সুলিবেলের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে এটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। এদিকে, এসডিপিআই, সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছে,’মুসলিম মেয়েরা সাবধান থাকুন।’ এদিকে, সোমবার সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় সুলিবেলে তার বক্তব্যে অনড় ছিলেন ।।