এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১১ মার্চ : ভুয়া ভোটার নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে দড়ি টানাটানি চলছে । একদিকে বিজেপি অভিযোগ তুলছে যে বাংলাদেশী এবং রোহিঙ্গা মুসলিমদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে রেখেছে মমতা ব্যানার্জির দল । অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, হিন্দিভাষী হিন্দু ভোটারদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় তুলে দেওয়া হয়েছে । মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যজুড়ে ইতিমধ্যেই ভুয়া ভোটার খুঁজতে আসরের নেমে পড়েছে তৃণমূলের সাংসদ, বিধায়ক এবং নেতারা । কিছু কিছু ভুয়া ভোটার ধরাও পড়ছে । তারই মাঝে ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল নেতা বসির মোল্লার নাম খুঁজে পাওয়া গেল দুই জায়গার ভোটার তালিকায় । বসির মোল্লা মুর্শিদাবাদের ডোমকলের সালামপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি । এ নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে শাসক দল । যদিও ওই তৃণমূল নেতা নির্বাচন কমিশনের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছেন৷ উল্লেখ্য, ডোমকলের সালামপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বসির মোল্লাকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আগ্নেয়াস্ত্র হাতে বুথের সামনে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল। তাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতারও করা হয়েছিল ।
জানা গেছে, সালামপুর অঞ্চলের কলাবেড়িয়া প্রাথমিক স্কুলের ভোটার বসির মোল্লা । পাশাপাশি বেনিয়াখালি এলাকার পঞ্চাননপুরের ভোটার তালিকাটাও তার নাম রয়েছে । দু’জায়গারই ভোটার কার্ড রয়েছে তার । যদিও বসির মোল্লার দাবি, তিনি ১৯৯৬ সালে সালামপুরে চলে আসেন এবং শুধুমাত্র সেখানেই ভোট দেন । দু’জায়গাতেই নাম থাকার দায় তিনি নির্বাচন কমিশনের ঘারে চাপিয়ে দিয়েছেন । যদিও স্থানীয়দের অভিযোগ যে ওই তৃণমূল নেতা নিজের দায় এড়ানোর চেষ্টা করছেন । দু’জায়গায় ভোটার কার্ড করা বসির মোল্লার জ্ঞাতসারেই হয়েছে বলে দাবি স্থানীয়দের ।।