এইদিন ওয়েবডেস্ক,হলদিয়া(পূর্ব মেদিনীপুর),১০ মার্চ : ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল । আজ সোমবার বিধানসভা থেকে সোজা তৃণমূল ভবনে গিয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে শিবির বদল করেন । তাপসী মণ্ডললের এই দল বদলের প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,’এই বিষয়টা আমার কাছে অনেক পুরনো৷ একমাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলারে জানিয়েছিলেন যে কোন বিধায়ক খেলা সভাপতি হতে পারবেন না । এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার বাড়ির দেয়ালে আঁকা পদ্মফুল প্রতীক মুছে দিয়েছিলেন । অতএব এটা আমাদের কাছে নতুন নয় । উনি জানতেন যে ওনার জেলা সভাপতির পদ থাকবে না । উনি সুব্রত বক্সের মাধ্যমে কথা বলেছেন আমরা এটা ভালোভাবে জানতাম । তবে আমি আপনাদের শুনিয়ে রাখি যে যেমন মুকুটমনি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যানীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের । একইভাবে তাপসী মন্ডলকে যদি তোলামূল প্রার্থী করে তাহলে আমাকে কিছু করতে হবে না হলদিয়ার তোলামূলেরাই ওকে বিসর্জন দেবে । ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে।’
প্রসঙ্গত,২০১৬ সালের বিধানসভার ভোটে সিপিএমের প্রতীকে জয়ী হন তাপসী মণ্ডল । ২০২১ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপসী মণ্ডল । ২০২১ সালের ভোটে বিজেপির টিকিটে জয়ীও হন তিনি । কিন্তু তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর দ্বন্দ্বের সৃষ্টি হয়। ফলে দূরত্ব তৈরি হয় শুভেন্দু অধিকারীর সঙ্গেও । কিছুদিন আগেই তিনি নিজের নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন । তখন থেকেই তার দলবদল নিয়ে জল্পনা চলছিল । অবশেষে সেই জল্পনাটা সত্যি প্রমাণিত করে ২০২৬ সালের ঠিক ভোটের আগেই ফের শিবির বদল করলেন তাপসী মণ্ডল । আজ তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস। শিবের বদলের পর বিজেপিকে নিশানা করে তাপসী মন্ডল বলেন,’এই প্রগতিশীল রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে। এই রাজনীতি মেনে নেওয়া কঠিন হচ্ছিল। বিভিন্নভাবে প্রতিবাদ করেও লাভ হয়নি। তাই তৃণমূলে জয়েন করছি ।’ শুভেন্দু অধিকারীর বর্ণিত তাপসী মণ্ডলের ‘ফ্রেন্ড’ শ্যামল মাইতির কথায়,’শুভেন্দু অধিকারী হিংসার রাজনীতি করতে চাইছেন। তাই বাংলায় শান্তি বজায় রাখতে আমরা তৃণমূলে যোগ দিলাম ।’।