এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১০ মার্চ : স্বামী ও পরিবার পরিত্যক্ত এক অন্তঃসত্ত্বা নারী কাজের সন্ধানে ঢাকায় এসে ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল শনিবার (৮ মার্চ) রাতে বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় সংঘটিত এই অপরাধে ইতোমধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছে। পুলিশ বলছে, নির্যাতিতা নারী সনাতন ধর্মাবলম্বী হলেও ভালোবেসে একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছিলেন। বিয়ের পর চাঁদপুরের মতলব এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করছিলেন তিনি। কিন্তু গত চার মাস ধরে স্বামী তাঁর সঙ্গে যোগাযোগ করছেন না এবং ফোন নম্বরও বন্ধ রেখেছেন।এরপর তিনি বাবার বাড়িতে ফিরে গেলে ধর্মান্তরিত হওয়ার কারণে পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ফলে অসহায় অবস্থায় তিনি জীবিকার সন্ধানে শনিবার ঢাকার কেরানীগঞ্জে আসেন।
পুলিশ জানিয়েছে, সারা দিন কাজের সন্ধান করেও ব্যর্থ হন ওই নারী। রাতে তিনি ইকুরিয়া এলাকায় একা ঘোরাঘুরি করছিলেন। এ সময় ৪ জন অটোরিকশাচালক তাঁর কাছে এসে আশ্রয় ও চাকরির প্রলোভন দেখিয়ে এক পরিত্যক্ত স্থানে নিয়ে যায় এবং গনধর্ষণ করে। নারীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং দুই অভিযুক্ত আশরাফুল ও দীপ সরকার নামে দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে ওই নারী ঢাকায় চলে আসেন। শনিবার রাতে তাকে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে গনধর্ষণ করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় দুইজনকে আটক করা হয়েছে এবং আরও দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’।