এইদিন স্পোর্টস নিউজ,০৯ মার্চ : বিশ্ব নারীদিবস উপলক্ষে “ওমেন্স সেল্ফ ডিফেনস ওয়ার্কশপ”-এর আয়োজন করা হল বর্ধমান শহরে । আজ রবিবার বর্ধমান শহরের শাঁখারিপুকুরের অগ্রদূত সংঘের ময়দানে অনুষ্ঠিত এই বিশেষ ক্যারাটে প্রশিক্ষণ শিবিরটি বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং অগ্রদূত সংঘ ও গ্রিন রাইডারস শোরুম এর সহযোগিতায় আয়োজিত হয় । সেল্ফ ডিফেন্স ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমানের প্রখ্যাত মার্শাল আর্টস কোচ রেনসি দেবাশীষ কুমার মন্ডল। তিনি ৬ষ্ঠ ডান ব্ল্যাক বেল্ট, এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারক এবং জুডো ও উশুতে এন.আই.এস. ডিগ্রির অধিকারী ।
দেবাশীষ কুমার মন্ডল জানান,এই বিশেষ প্রশিক্ষণ শিবিরটি বিনামূল্যে নারীদের সশক্তিকরণের উদ্দেশ্যে আয়োজন করা হয় । পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্কুল-কলেজের ছাত্রী, কর্মজীবী নারী এবং গৃহিণী মিলে মোট ৬২ জন অংশগ্রহণ করেন। তিনি বলেন,’ক্যারাটে সহ অন্যান্য মার্শাল আর্টসের কলাকৌশল প্রদর্শনের মাধ্যমে নারীদের শারীরিকভাবে ও মানসিকভাবে সুদৃঢ় করার উদ্যেশ্যে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে, যাতে বিভিন্ন পরিস্থিতিতে নারীরা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারেন ৷’ অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রদান করা হয় এবং আগামীদিনেও এইধরনের কর্মশালা আয়োজন করা হবে বলে জানান তিনি ।।