এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০২ আগস্ট : খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ল একটি হাতি । চারটি দোকানে হানা দিয়ে কার্যত তান্ডব চালালো গজরাজ । হাতির তান্ডবে কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানদারদের । সোমবার ভোর ৩ টে নাগাদ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী থানা এলাকায় । পরে গ্রামবাসীরা জড়ো হয়ে মশাল জ্বালিয়ে হাতিটিকে গ্রাম ছাড়া করে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন ভোরে প্রথমে সোনামুখী থানার পাঁচাল গ্রামে ঢোকে ওই হাতিটি । সেখানে একটি দোকান ভেঙে ভিতরে ঢুকে তিন বস্তা গম,দু’বস্তা আলু খেয়ে ফেলে । দুটো গুড়ের টিন নষ্ট করে দেয় । দোকান মালিক পম্পা দাস জানিয়েছেন, হাতির হানায় তাঁর প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
জানা গেছে,পাঁচাল গ্রামের লোকজন জড়ো হয়ে মশাল জ্বালিয়ে হাতিটিকে তাড়া করে গ্রাম ছাড়া করে । এরপর হাতিটি তাড়া খেয়ে পাশের লোখেশোল গ্রামে ঢুকে পড়ে । সেখানে দুটি দোকানে শাটার ভেঙে ভিতরে ঢুকে দোকানের মালপত্র ক্ষয়ক্ষতি করে দেয় । তারপর একটি গোলদারি দোকানে গিয়ে দু’বস্তা চাল ও দু’বস্তা গম খেয়ে ফেলে । তার পাশের একটি মুদিখানা দোকানের শাটার ভেঙে ভিতরে ঢুকে চাল গম মাটিতে ফেলে নষ্ট করে দেয় হাতিটি । উত্তম মাল নামে এক দোকানদারের দাবি,হাতিটি তাঁর দোকানে ১৫ হাজারের অধিক টাকার মালপত্র ক্ষয়ক্ষতি করে দিয়েছে ।
স্থানীয়রা জানান, ওই বুনো হাতিটি প্রায়ই লোকালয়ে ঢুকে তান্ডব চালাচ্ছে । ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের । গত শুক্রবার রাতে হাতিটি পাঁচাল এর খাঁগ গ্রাম ঢোকার মুখেই একটি চায়ের দোকানকে কার্যত ভেঙে গুঁড়িয়ে দেয় । এখন ওই বুনো হাতির জন্য চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন পাঁচাল ও লোখেসোল গ্রামের মানুষ । স্থানীয়দের দাবি,হাতির হানা রুখতে ব্যাবস্থা নিক প্রশাসন ।।