এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,০৮ মার্চ : জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানা এলাকার খালপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে খতম হল একজন বাংলাদেশি সশস্ত্র গরুপাচারকারী । ভারতীয় দুষ্কৃতীদের সহায়তায় সীমান্ত টপকে গরু চুরির পরিকল্পনা করেছিল ওই দুর্বৃত্তরা । বিএসএফ বাধা দেয় । আর তখনই পাচারকারীরা বিএসএফের উপর হামলা চালায় । একজন জওয়ান তাতে গুরুতর জখম হন । অবশ্য পালটা গুলিতে একজন বাংলাদেশি দুর্বৃত্তকে নিকেশ করে বিএসএফ ।
বিএসএফ সূত্রে খবর,আজ শনিবার ভোরে রাজগঞ্জ থানা এলাকার খালপাড়া সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা লক্ষ্য করেন কাঁটা তারের বেড়া কেটে ভারতে ঢোকার চেষ্টা করছে বাংলাদেশি গরু পাচারকারীরা । বিএসএফ তাদের বাধা দিলে গরু বাংলাদেশি পাচারকারীরা ধারাল অস্ত্রশস্ত্র লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। দূর থেকে বিএসএফকে লক্ষ্য করে পাথর ছোড়ে। এমনকি জওয়ানদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে৷ এরপর বিএসএফ জওয়ানরা আত্মরক্ষায় গুলি চালালে একজন বাংলাদেশি নিকেশ হয় । অবশ্য বাকিরা সীমান্ত টপকে পালিয়ে যেতে সক্ষম হয় । ঘটনাস্থল থেকে দুটি গরু ও বেশ কিছু ধারাল অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে বিএসএফ ।।