এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর,০৭ মার্চ : ফের বিতর্কে জড়াল পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ার । এবারে দাবিমতো টাকা না দেওয়ায় গাড়ি চালককে নামিয়ে বেদম পেটানোর অভিযোগ উঠল ৩ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে । মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা পয়েন্টের ঘটনা । বৃহস্পতিবার বিকেলে মারধরের পর রুহুল আমীন নামের ওই গাড়ি চালক হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ।
জানা গেছে,হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামের বাসিন্দা রুহুল আমীন । তিনি থানায় জানান যে বৃহস্পতিবার তিনি কয়েকজন গরু ব্যবসায়ীকে নিয়ে ডালখোলা হাটে গিয়েছিলেন। বিকেলে গরু নিয়ে ফিরছিলেন । কিন্তু ভেলা বাড়ি নাকা পয়েন্টে এলে কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা তার গাড়ি আটকে ১,০০০ টাকা দাবি করে। চালক ৫০০ টাকা দিতে চাইলে সেই টাকা নিতে অস্বীকার করা হয় । এরপর ৩ সিভিক ভলেন্টিয়ার তাকে গাড়ি থেকে নামিয়ে নাকা পয়েন্টের ভেতর ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।।