এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৬ মার্চ : চীনাদের মতই বাংলাদেশি মুসলিমদের খাদ্য তালিকা থেকে বাদ যাচ্ছে না কোনো পশু ও পাখি । এবারে শালিক-চড়ুই-বাবুই পাখি জবাই করে খেতে শুরু করেছে বাংলাদেশিরা । চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন প্রজাতির ৬৯৭টি জবাই করা পাখি উদ্ধার করেছে পুলিশ।পাখিগুলো কয়েকটি বস্তায় ভরে রেস্টুরেন্টে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশ উদ্ধার করে। সেই সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃত তিনজনকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আদালতে পাঠানো হয়। ধৃতরা হল—মহম্মদ ছৈয়দুল আলম, মহম্মদ ইদ্রিস ও মহম্মদ সোহেল। তারা চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা। তাদের কাছে থাকা তিনটি বস্তা থেকে জবাই করা ১৩৫টি শালিক, ৪২২টি চড়ুই ও ১৪০টি বাবুই পাখি উদ্ধার হয়।
আনোয়ারা থানার পুলিশ জানায়, ওই তিন ব্যক্তি কয়েক দিন ধরে আনোয়ারার ইছামতী নদীর আশপাশের এলাকা থেকে এসব পাখি শিকার করেছে। এরপর এসব পাখি জবাইয়ের পর তিনটি বস্তায় ভরা হয়। মঙ্গলবার রাতে বস্তা তিনটি নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তারা চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল। খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ মনির হোসেন জানান, এসব পাখি নগরে নিয়ে যাওয়ার পর পালক ছাড়িয়ে বিভিন্ন রেস্টুরেন্টে সরবরাহের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে ধৃতরা। এর আগেও তারা একইভাবে বিভিন্ন রেস্টুরেন্টে পাখি সরবরাহ করেছে বলে জানান তিনি ।
চট্টগ্রাম বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে। আর কোনো চক্র যাতে অবাধে পাখি শিকার করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হবে।।