এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৫ মার্চ : পরীক্ষার শুরুর আগে টুকলি তল্লাশি চালানোর অপরাধে ৬ শিক্ষককে ব্যাপক মারধর করল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা । আজ ইংরেজি পরীক্ষার দিন এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত চামাগ্রাম উচ্চ বিদ্যালয়ে । শিক্ষকদের বাঁচাতে ছুটে আসে বৈষ্ণবনগর থানার পুলিশ । জানা গেছে,এদিন চামাগ্রাম উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা শুরুর আগে প্রধান গেটের সামনে মেটাল ডিটেক্টটার দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন শিক্ষকেরা । কিন্তু পরীক্ষার্থীরা টুকলি তল্লাশির তীব্র বিরোধিতা করে । শিক্ষকদের সঙ্গে তীব্র বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে তারা । তারই মাঝে পড়ুয়ারা ৬ শিক্ষকের উপর চড়াও হয়ে এলোপাথাড়ি মারধর করতে শুরু করে । পরীক্ষার্থীদের হাত থেকে রেহাই পায়নি প্রধান শিক্ষকও ।
পরীক্ষার্থীদের দাবি,ব্যাগের পাশাপাশি জামা-প্যান্টেও তল্লাশি চালানো হয় । যদিও শিক্ষকদের দাবি, মেটাল ডিক্টেটার দেখেই ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায় পরীক্ষার্থীরা এবং তল্লাশিতে বাধা দেয় । শিক্ষকদের অভিযোগ, অফিসে ঢুকে প্রধান শিক্ষককে পর্যন্ত মারধর করে পরীক্ষার্থীরা৷ তারা তদন্তে আসা শিক্ষা দপ্তরের আধিকারিককে সাফ জানিয়ে দেন যে জীবনের ঝুঁকি নিয়ে আর তারা মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাবেন । শিক্ষকদের প্রশ্ন, ‘আমাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে ?’
উল্লেখ্য যে গত বছর মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে মানিকচকের এনায়েতপুর হাইস্কুলে বেশ কিছু বহিরাগত পাঁচিল টপকে স্কুলে ঢুকে পরীক্ষার্থীদের টুকলি সরবরাহ করেছিল । বাধা দিলে আক্রান্ত হতে হয় পুলিশকে । সেই ঘটনায় মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছিল ।।