এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,০৫ মার্চ : আসানসোলের পোলো গ্রাউন্ডে রাজ্য সরকারের হস্তশিল্প মেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আজ বুধবার দুপুর দেড়টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আসবাবপত্র, খাবারের স্টল মিলে ৭-৮ টি স্টল ভস্মীভূত হয়ে যায়৷ সরকারি মেলা হওয়া সত্ত্বেও কোনো অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না বলে অভিযোগ ।
পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে গত শনিবার থেকে আসানসোলের পোলো গ্রাউন্ডে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা ২০২৪-২৫। মেলার উদ্বোধন করেছিলেন রাজ্যের আইন, বিচার ও শ্রম মন্ত্রী মলয় ঘটক এবং ছোট ও মাঝারি উদ্যোগ, বস্ত্র, কারাগার সংশোধন ও প্রশাসনিক দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মেলা চলার কথা ১২ মার্চ পর্যন্ত৷
জানা গেছে,আজ দুপুর দেড়টা নাগাদ একটা খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় । দ্রুত তা আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে । কিন্তু কোনো অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা হাতের কাছে যেটুকু জল পেয়েছিল তাই দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন । আধঘন্টারও বেশি সময় পরে দমকলের ২টি ইঞ্জিন এসে আগুন নেভায় । ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় মেলার প্রায় ৭টি স্টল । তার মধ্যে ৬টি খাবারের স্টল রয়েছে। সবমিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে । মেলার শিল্পীদের অভিযোগ দমকল দেরিতে আসার কারনে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে ।।