এইদিন ওয়েবডেস্ক,ইম্ফল,০৫ মার্চ : আজ বুধবার মণিপুরে টানা দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মধ্যে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পও রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মণিপুরের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। আজ সকাল ১১.০৬ মিনিটে রাজ্যে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। শিলংয়ের আঞ্চলিক ভূকম্পন কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইম্ফল পূর্ব জেলার ইয়ারিপোক থেকে ৪৪ কিলোমিটার পূর্বে এবং ১১০ কিলোমিটার গভীরে।
তিনি বলেন, আসাম, মেঘালয় এবং অঞ্চলের অন্যান্য অংশেও কম্পন অনুভূত হয়েছে। দুপুর ১২.২০ মিনিটে মণিপুরে রিখটার স্কেলে ৪.১ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। কর্মকর্তারা বলেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজ্যের কামজং জেলায় ৬৬ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর মণিপুরের অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভূমিকম্পের ভিডিওতে থৌবাল জেলার ওয়াংজিং লামডিং-এ জাতিগত সংঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য একটি ত্রাণ শিবিরের একটি স্কুল ভবনে ফাটল দেখা গেছে। আমরা ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির প্রতিবেদন পর্যালোচনা করছি। ইম্ফলের একজন কর্মকর্তা জানিয়েছেন যে এই অঞ্চলের অন্যান্য রাজ্যে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।।