এইদিন স্পোর্টস নিউজ,০৫ মার্চ : ২৯ বছর অপেক্ষার পর ঘরের মাঠে আইসিসি টুর্নামেন্টের আয়োজন, কিন্তু আয়োজক পাকিস্তানের সাফল্য বলতে ‘কয়েকটা’ ম্যাচ আয়োজন করা ছাড়া যেন আর কিছুই নয়! প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও হার- এত চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের। বাংলাদেশের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের গ্রুপ পর্বের ‘নিয়ম রক্ষার’ শেষ ম্যাচটাও ভেসে গেছে বৃষ্টিতে। এতে টুর্নামেন্টের মাঝপথেই দর্শক বনে গেছে আয়োজকরা। এরপর পাকিস্তানের যক্ষের ধন ছিল একটা সেমিফাইনাল আর শর্তসাপেক্ষে ফাইনালের আয়োজন। সাউথ আফ্রিকা-নিউজিল্যান্ডের সেমিফাইনালটা আজ লাহোরে হচ্ছে, কিন্তু টুর্নামেন্টের মূল আকর্ষণ ফাইনালই ‘আয়োজক’ পাকিস্তানে হচ্ছে না! গতকাল দুবাইয়ে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তানের শেষ ইচ্ছাটাও পূরন করতে দিল না ভারত! রোহিত শর্মা-বিরাট কোহলিরা ফাইনালে ওঠায় শিরোপা নির্ধারণী ম্যাচটা লাহোর থেকে সরে গেছে দুবাইয়ে। ফলে নিউজিল্যান্ড- সাউথ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনার দিয়ে আজই চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে!
এমনিতে আগেই বাদ পড়ে অনেকটা ঢাল-তলোয়ারহীন ‘নিধিরাম সর্দারে’র মতো অবস্থায় ছিল আয়োজক পাকিস্তানের । সেখানে ফাইনালের আয়োজনটাও হাতছাড়া হলো ভারতের জয়ে। ফাইনালের আয়োজক সত্ত্ব হারানোর পাশাপাশি এতে বড় রকমের আর্থিক ক্ষতির মুখেও পড়তে যাচ্ছে পাকিস্তান।
সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্যানুসারে, ১৫ ম্যাচের এই চ্যাম্পিয়নস ট্রফির জন্য আইসিসি অর্থ বরাদ্দ দিয়েছে প্রায় ৫৮৬ কোটি টাকা । এর মধ্যে প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ প্রায় ৩৯ কোটি টাকা । টুর্নামেন্টের হাইব্রিড মডেল অনুসারে, এখন পর্যন্ত একটি সেমিফাইনাল সহ মোট চারটি ম্যাচ আয়োজিত হয়েছে দুবাইয়ে। ফলে এরইমধ্যে প্রায় ১৫৬ কোটি টাকা হাতছাড়া হয়েছে পাকিস্তানের। এখন ভারত ফাইনালে ওঠায়, লাহোর থেকে শিরোপা নির্ধারণী ম্যাচটি দুবাইয়ে সরে যাওয়ায় ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়াচ্ছে ১৯৫ কোটি টাকা ।
পাকিস্তানের ক্ষতির এখানেই শেষ নয়। চলমান এ টুর্নামেন্টকে ঘিরে তিনটি স্টেডিয়াম সংস্কারে প্রায় ৫০০ কোটি টাকা খরচের পরিকল্পনা করে পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ড আশা করেছিল, ম্যাচগুলোতে দর্শকের ঢল নামবে স্টেডিয়ামে।
কিন্তু পিসিবির সে আশার গুড়েবালি। একদিকে দর্শক উপস্থিতি ছিল খুবই কম, টুর্নামেন্ট থেকে পাকিস্তানের আগেভাগেই বিদায় সে অবস্থা আরও নাজেহাল করে তোলে। ফলে টিকিটি বিক্রি থেকে আশানুরূপ অর্থ পায়নি পিসিবি। আবার বৃষ্টিতে পুরোপুরি ভেসে যাওয়া দুটি ম্যাচ পিসিবির জন্য পরিস্থিতি আরও জটিল করে তোলে। ওই ম্যাচ দুটিতে দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে বাধ্য হয় পিসিবি। ধাক্কা কাটিয়ে উঠবে কী, উল্টো একের পর এক আর্থিক ক্ষতির মুখে পড়েই যাচ্ছে পাকিস্তান গতকাল সে ক্ষতির মাত্রা আরেকটু বাড়িয়ে দিল ভারতের ফাইনালে ওঠা। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, এ ক্ষতি কাটিয়ে উঠতে আইসিসির কাছে আর্থিক সহায়তা চাওয়ার কথা ভাবছে পাকিস্তান!
‘Needhiram Sardar’ India left nothing for Pakistan, Rohit Sharma’s team reaches the final, PCB faces huge loss