এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ মার্চ : খাস কলকাতার বুকে একটা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল৷ দমদম ভারতীয় বিদ্যামন্দির স্কুলের ঘটনা । অভিযুক্ত প্রধান শিক্ষক শুভজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অবিভাবকরা । তবে বেগতিক বুঝে প্রধান শিক্ষক আজ স্কুলে অনুপস্থিত থাকেন৷ ছাত্রীদের অভিযোগ যে এই প্রথম ঘটনা নয়, এর আগেও কোনো না কোনো ছাত্রীকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছেন প্রধান শিক্ষক । এনিয়ে দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
অভিযোগ,অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে সোমবার নিজের অফিসে ডাকেন প্রধান শিক্ষক শুভজিৎ ভট্টাচার্য । ছাত্রী সেখানে গেলে প্রধান শিক্ষক তার বুকের জামা ধরে টানে এবং গোপনাঙ্গে হাত দেয় বলে অভিযোগ । মেয়েটি ছুটির পর বাড়ি ফিরে এসে ঘটনার কথা সব খুলে বলে । ক্রমে সেই কথা জানতে পারেন অনান্য অবিভাবকরা । এরপর আজ সকালে স্কুল খুলতেই অবিভাবকরা স্কুলে এসে জড়ো হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তুমুল বিক্ষোভের দাবি জানান । তাকে অবিলম্বে গ্রেফতারেও দাবি তোলা হয় । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় । ছাত্রীদের কথায়, ‘অনেক দিন ধরেই স্কুলে এধরণের নোংরামি শুরু করেছেন প্রধান শিক্ষক ।’ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।।