এইদিন ওয়েবডেস্ক,টোকিও,০২ আগস্ট : রবিবারই গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারতের পুরুষ হকি দল ৷ স্বভাবতই তাদের ঘিরে
প্রত্যাশা তুঙ্গে দেশবাসীর । পিছিয়ে নেই ভারতের মেয়েরাও ৷ এদিন তাঁরা সোমবার তিনবারের অলিম্পিকে সোনাজয়ী অস্ট্রেলিয়া দলকে ১-০ গোলে ধরাশায়ী করে সেমিফাইনালে প্রবেশ করল ৷ ম্যাচের একমাত্র গোলটি করেন গুরজিৎ কৌর । গুরজিতের গোল ও দলের চমৎকার ডিফেন্স পারফরম্যান্সের জেরে প্রথমবারের মতো অলিম্পিকের সেমিফাইনালে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন রানি রামপালরা ।
এদিনের খেলার ২২ মিনিটের মাথায় একটি পেনাল্টি কর্নার পায় ভারত । সেটাকে কাজে লাগিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়া দলের ডিফেন্সকে পরাভুত করে গোলের জালে বল পাঠিয়ে দেন গুরজিৎ কৌর । তারপর আক্রমন-প্রতি আক্রমনে উত্তপ্ত হয়ে ওঠে গোটা মাঠ । কিন্তু অনেক চেষ্টা করেও গোল আর শোধ করতে পারেনি অস্ট্রেলিয়া । ভারতীয় দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে এদিন দুর্দান্ত পারফরম্যান্স দেখান গোলরক্ষক সবিতাও । টোকিও অলিম্পিকে ভারতের মহিলা হকি দলের এখন পর্যন্ত এটিই সেরা পারফরম্যান্স বলে মনে করা হচ্ছে ।
সেমিফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা । খেলাটি হবে ৪ আগস্ট । এদিনের জয়ের পর ৪১ বছরের মধ্যে মধ্যে এই প্রথমবার পদক জয়ের আশা জাগালো ভারতের মহিলা হকি দল । এদিকে অলিম্পিকে ৪০ বছর পর ফের সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মনপ্রীতরা ৷ এবার রানি রামপালও দেশবাসীর প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছেন ।।