আমিরুল ইসলাম,ভাতার ও মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০২ আগস্ট : সোমবার পূর্ব বর্ধমান জেলার ভাতার ও মঙ্গলকোটে পৃথক ৩ দূর্ঘটনায় মৃত্যু হল ১ বাইক আরোহীর । জখম হয়েছেন ১১ জন । পুলিশ জানিয়েছে, মৃত বাইক আরোহীর নাম প্রণব সাধু(৪৫) । তাঁর বাড়ি মঙ্গলকোট থানার নতুনহাট গ্রামে । জানা গেছে,এদিন সকাল পৌনে এগারটা নাগাদ প্রণব সাধু নামে ওই ব্যক্তি বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন । তাঁর পিছনে বসেছিলেন বাবু থান্ডার নামে এক ব্যক্তি । বাদশাহী রোড ধরে বাইকটি দাসগর গ্রামের কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের । গুরুতর জখম হন পিছনে বসে থাকা বাবু থান্ডার। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে । কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে ওই ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
জানা গেছে,এদিকে বাইকটিকে ধাক্কা দিয়ে লরিটি রাস্তার পাশে একটি বিদ্যুতের পোলে গিয়ে সজোরে ধাক্কা দেয় । ফলে পোলটি ভেঙ পড়ে । বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা দাসগর গ্রাম । এরপর ক্ষিপ্ত গ্রামবাসীরা বাদশাহী রোড অবরোধ শুরু করে । শেষে পুলিশ গ্রামবাসীদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলে । পুলিশ ঘাতক লরি ও দূর্ঘটনা গ্রস্থ বাইকটিকে আটক করেছে । পুলিশ জানিয়েছে, লরিচালক পলাতক । তার সন্ধান চলছে ।
এদিকে বাইক দূর্ঘটনার আগে ভাতার ও মঙ্গলকোটের দুটি যাত্রীবাহী বাস দূর্ঘটনার কবলে পড়ে । প্রথম দূর্ঘটনাটি ঘটে ভাতার থানার আলিনগর চৌমাথার কাছে । স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন খুব সকালে পূর্ব বর্ধমান জেলার নতুনহাট থেকে একটি যাত্রীবাহীবাস বাদশাহী রোড ধরে বর্ধমানের দিকে যাচ্ছিল । আলিনগর মসজিদ তলার কাছে আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে যায় । তার জেরে ২ মহিলাসহ মোট ৫ জন বাসযাত্রী জখম হন । প্রথমে স্থানীয় মানুষজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান । পরে খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । দুর্ঘটনার জেরে বাদশাহী রোডে বেশ কিছুক্ষনের জন্য যানজটের সৃষ্টি হয় । যাত্রীদের দাবি বাসটি বেপরোয়া গতিতে চালানোর কারনেই এই দুর্ঘটনা ঘটে । বাসটি উলটে না পড়ার কারনে বড়সড় দূর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা । পুলিশ বাসটিকে আটক করেছে ।
অন্যদিকে এই ঘটনার পরেই সকাল ৮ টা নাগাদ দ্বিতীয় দূর্ঘটনাটি ঘটে মঙ্গলকোটের মাহার্তুবা বাস স্ট্যান্ডের কাছে । জানা গেছে, জঙ্গিপুর-কলকাতা রুটের একটি যাত্রীবাহী বাস মঙ্গলকোটের মাহার্তুবা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে বাদশাহী রোড ধরে কিছুটা আসতেই একটি ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা দেয় । দূর্ঘটনার জেরে চালকসহ বাসের কেবিনে বসে থাকা ৫ যাত্রী আহত হন । মঙ্গলকোট থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে মঙ্গলকোট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় । বাসটির যথেষ্ট গতি থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রীরা ।দূর্ঘটনাগ্রস্থ বাসটিকে আটক করেছে মঙ্গলকোট থানার পুলিশ ।।