এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০২ মার্চ : মঙ্গলকোটে তৃণমূল কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতের নাম আব্বাস উদ্দিন শেখ ওরফে সাবুলাল। মঙ্গলকোটের পুরাতন কুরগ্রামে তার বাড়ি । আজ রবিবার ভোরে নতুনহাট বাসস্ট্যান্ডের কাছে তাকে পাকড়াও করে পুলিশ । পরে তাকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৬ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
গত ১২ ফ্রেবুয়ারী বিকেলে কাটোয়া আদালত থেকে বাড়ি ফেরার পথে আটঘড়া গ্রামের কাছে একটি ইঁটভাটার সামনে লাখুড়িয়া অঞ্চল তৃণমূল সভাপতি মফিজুল শেখের বাইকের সঙ্গে একটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । ওই বাইকে ছিলেন মফিজুল শেখের বন্ধু তৃণমূল কর্মী লালু শেখ । ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । গুরুতর জখম হন মফিজুল । ঘটনার পরের দিন মৃতের ছেলে সাহিন শেখ মঙ্গলকোট থানায় বেশকিছু তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে এফ আই আর দায়ের করেন । তার ভিত্তিতে চারচাকা গাড়িটি আটম এবং গ্রেফতার করা হয়েছে গাড়ির মালিক মেহের আলি শেখকে গ্রেফতার করে পুলিশ । এনিয়ে ওই মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করল পুলিশ।।

