এইদিন ওয়েবডেস্ক, ভাতার(পূর্ব বর্ধমান),০১ আগস্ট : জমির আল মেরামতির কাজ করার সময় কোদালের কোপে কার্যত দু’টুকরো হয়ে যায় একটি চন্দ্রবোড়া সাপ । সাপটি ওই অবস্থাতেই ছোবল বসিয়ে দেয় আল মেরামতির কাজ করা বছর চব্বিশের জনমজুর যুবকের হাতে । রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কুলচণ্ডা গ্রামে । রাজীব মালিক নামে ওই যুবক বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
স্থানীয় সুত্রে জানা গেছে,রবিবার দুপুরে গ্রামেরই এক চাষির জমির আল মেরামতির কাজ করছিলেন কুলচন্ডা গ্রামের মালিক পাড়ার বাসিন্দা রাজীব মালিক । তিনি জানান, নিজের খেয়ালে তিনি জমির আল কেটে সমান করছিলেন । কিন্তু আলের গর্ত থেকে যে একটি চন্দ্রবোড়া সাপ মুখ বাড়িয়ে আছে সেটা তিনি দেখতে পাননি । ফলে ফুট তিনেকের সাপটির শরীরের মাঝ বরাবর কোদালের কোপ পড়ে যায় । প্রায় দু’টুকরো হয়ে যায় সাপটি । এর পরেই সাপটি তার হাতে ছোবল বসিয়ে দেয় ।
জানা গেছে,সাপের কামড় খেয়ে রাজীব সোজা তাঁর বাড়ি চলে আসেন । এরপর পরিবারের লোকজন তাঁকে প্রথমে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে আনে । সেখান থেকে তাঁকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এদিকে রাজীবকে আদপে কোন সাপে কামড়েছে জানতে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসেন । তখন তাঁরা সাপটিকে মৃত অবস্থায় দেখতে পান । তাঁরা যুবকের চিকিৎসার সুবিধার্থে সাপটি মাঠ থেকে তুলে আনেন ।।