এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০২ মার্চ : ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)কে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী(বিজিবি) । কোচবিহারের বোটবাড়ী কোম্পানির বিএসএফ জওয়ানরা শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় ৷ পরে বাংলাদেশের লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। এদিকে পালটা শক্তবৃদ্ধি করে বিএসএফ । ফলে ভয় পেয়ে পিছু হঠে তারা । যদিও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সাময়িকভাবে বন্ধ রাখে বিএসএফ । আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় সীমান্তে৷
জানা গেছে,শনিবার (১ মার্চ) বিকেলে ওই সীমান্তে বিজিবি-বিএসএফর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে বাংলাদেশের পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরপক্ষে বিএসএফ বোটবাড়ী কোম্পানি কমান্ডার জালম সিংয়ের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল সভায় অংশ নেন। বাংলাদেশের পানবাড়ী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমানের দাবি, কিছু না জানিয়ে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল বিএসএফ । কঠোর প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে বলে তিনি জানান ।
প্রসঙ্গত, ভারতে অনুপ্রবেশে অসুবিধা সৃষ্টি করায় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বাধার সৃষ্টি করছে বাংলাদেশে । বাংলাদেশের লক্ষ্য হল অবাধ সীমান্ত দিয়ে দেদার রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের অনুপ্রবেশ ঘটিয়ে পশ্চিমবঙ্গসহ ভারতের সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন ঘটানো । পাশাপাশি ইসলামি সন্ত্রাসবাদের ভারতে ঢুকিয়ে নাশকতার ষড়যন্ত্রও চালাচ্ছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ।।