এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ মার্চ : কলকাতা হাইকোর্ট চত্বরে আক্রান্ত হলেন ইউটিউব চ্যানেল ‘বঙ্গ টিভির’ সাংবাদিক রোজিনা রহমান । রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে সমালোচনায় সরব হওয়া ওই আইনজীবীর ওপর তৃণমূলের লিগ্যাল সেলের মহিলা আইনজীবীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ । রোজিনা রহমান জানিয়েছেন, এই ঘটনায় তিনি কলকাতার হেয়ার স্ট্রিট থানায় একটা এফআইআর দায়ের করেছেন । সেখানে তিনি নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করেছেন বলে জানান ।
এদিকে ওই সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার । তিনি সাংবাদিক ছবি এবং এফআইআর-এর কপি ভাগ করে লিখেছেন, ‘কলকাতা হাইকোর্ট চত্বরে বঙ্গ টিভি -এর বিশিষ্ট সাংবাদিক রোজিনা রহমান -এর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি। একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই, বর্তমান বাংলায় নারী সুরক্ষিত নয় তা আবার প্রমাণিত। এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।’
অন্য একটা ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে রোজিনা রহমান ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেলেন । তিনি কাঁদতে কাঁদতে তিনি বলেন,’এই সাত বছরের সাংবাদিকতা জীবনে এরকম তিক্ত অভিজ্ঞতা কোনদিনই হয়নি ।’ তিনি বলেন,’প্রতিদিনের মতো আজকেও (শুক্রবার)আমরা সাংবাদিকরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়েছিলাম। প্রেস কর্নারে দাঁড়িয়ে ছিলাম বাইটের জন্য । ঠিক সেই সময় সেখানে আইনজীবীদের জমায়েত হতে শুরু হয় । আমরা বুঝতে পারিনি ঠিক কি কারনে আইনজীবীদের জমায়েত হচ্ছে ।’
রোজিনা বলেন,’সাধারণত সাংবাদিকদের ক্যামেরা স্ট্যান্ডে তৈরি রেখে দেওয়া হয় । কিন্তু অন করা হয় না । একমাত্র সাংবাদিক বললে ক্যামেরা পার্সন ক্যামেরাটা অন করে । কিন্তু কয়েকজন মহিলা আইনজীবী এসে আমার ক্যামেরা পার্সনকে চর থাপ্পড় মেরে শাসিয়ে বলে ‘তুই আমাদের জমায়েত রেকর্ড করছিস ?’ তখন ক্যামেরা পার্সন বলে,’আমি ক্যামেরা অন করিনি, স্ট্যান্ডে লাগানো আছে ।’ কিন্তু তাকে এলোপাথাড়ি মারধর করা হয় । তাকে চড় থাপ্পরের পাশাপাশি পায়ের উপর পা দিয়ে উঠে কলার ধরে ব্যাপক মারধর করা হয় । আমি বাঁচাতে গেলে আইনজীবীরা আমার ওপর চড়াও হয় । আমার মোবাইলটা কেড়ে নেয় । আমাদের নিয়ে কার্যত মস্করা করতে শুরু করে ।’
তিনি বলেন,’আমি মোবাইলটা কোনরকমে ছিনিয়ে নিয়ে মহিলা আইনজীবীদের বলি, ‘দিদি আমরা কিছুই করিনি শুধু দাঁড়িয়ে ছিলাম । তোমরা এমন ভাবে মারধর করছ কেন আমাদেরকে ?’
তবে হামলাকারী মহিলাদের প্রকৃত পরিচয় সম্পর্কে নিশ্চিত নন সাংবাদিক রুজিনা রহমান৷ তিনি বলেন, ‘ওদের আমি চিনি না । তবে আইনজীবীদের মত কালো কোট পড়েছিল । তিনি বলেন, পরে জানতে পারি যে ওরা শাসক দলের লিগ্যাল সেলের আইনজীবী । তবে ওদের আমি সামনাসামনি কোনদিন দেখিনি ।’ তিনি জানান, তাদের উপর হামলার ঘটনাটি ঘটেছিল কলকাতা হাইকোর্টের বি-গেটের সামনে প্রেস গ্যালারিতে৷ এবং সমগ্র ঘটনাটি সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড আছে বলে তিনি দাবি করেন। তবে তিনি অনুমান করছেন যে শাসক দলের নেতা মন্ত্রীদের দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে খবর করার কারণেই তাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে ।।