এইদিন স্পোর্টস নিউজ,০১ মার্চ : বাংলাদেশ, পাকিস্তান আর ইংল্যান্ড- আট দলের চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তিন দলের। এখন পর্যন্ত সেমিফাইনালের টিকিটও পেয়েছে তিন দল- ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। শেষ চারে বাকি থাকা জায়গাটা পাওয়ার দৌড়ে আছে সাউথ আফ্রিকা আর আফগানিস্তান। সেটা নিশ্চিত হবে আজ ইংল্যান্ড-সাউথ আফ্রিকা ম্যাচের মধ্য দিয়ে। সেমিফাইনালে ওঠার পথে অনেকটা এগিয়ে আছেন টেম্বা বাভুমারা। তবে কাগজে-কলমে আশা শেষ হয়ে যায়নি আফগানদের। সেই সমীকরণ মেলানোর পথে আজ ইংলিশদের কট্টর সমর্থক বনে যেতে পারেন রশিদ-নবীরা!
শুধু আফগানিস্তান নয়, ইংল্যান্ড-সাউথ আফ্রিকার এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশও! ব্যতিক্রম হচ্ছে, রশিদ-নবীরা সাউথ আফ্রিকার হার কামনা করলেও বাংলাদেশ মনে প্রাণে চাইবে ম্যাচে ইংল্যান্ড হেরে যাক। এই ম্যাচে জস বাটলার-জো রুটরা হেরে গেলেই যে বাড়তি ২ লাখ ১০ হাজার ডলার পাবে “টাইগার” রা , বাংলাদেশ মুদ্রায় যা প্রায় ২.৫৫ কোটি টাকা ।
বাংলাদেশ কীভাবে বাড়তি অর্থ পাবে? টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড আর ভারতের কাছে হেরে বিদায় নিশ্চিত হওয়ার পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। ওই বৃষ্টির কল্যাণেই ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করে সিমন্সের দল। ‘এ’ গ্রুপে পাকিস্তানের পয়েন্ট বাংলাদেশের সমান হলেও রানরেটে এগিয়ে থাকায় (বাংলাদেশ -০.৪৪৩ ও পাকিস্তান -১.০৮৭) গ্রুপের তৃতীয় হন শান্তরা।
বৈশ্বিক এ টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতে দেশের পথ ধরলেও আইসিসির থেকে ২ লাখ ৬৫ হাজার ডলার (৩ কোটি ২১ লাখ টাকা) নিশ্চিত ছিল বাংলাদেশের, সেটা টুর্নামেন্ট শুরুর আগেই জানা গিয়েছিল। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার জন্য ১ লাখ ২৫ হাজার ডলারের (১ কোটি ৫১ লাখ টাকা) সঙ্গে আইসিসি ঘোষিত পয়েন্ট তালিকায় সপ্তম ও অষ্টম হওয়া দল দুটির জন্য ১ লাখ ৪০ হাজার ডলারের ( প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা) প্রাইজমানি।
কিন্তু ইংল্যান্ড নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় বাড়তি অর্থ পাওয়ার সম্ভাবনা জাগে বাংলাদেশের। আজকের ম্যাচে সাউথ আফ্রিকার কাছে ইংল্যান্ড যেকোনো ব্যবধানে হারলেই, কোনো পয়েন্ট পাওয়া ছাড়াই টুর্নামেন্ট শেষ হবে বাটলারদের। সেক্ষেত্রে বাংলাদেশ উঠে যাবে পয়েন্ট তালিকার ৬ নম্বরে। আর সেটা হলেই বাড়তি ২ লাখ ১০ হাজার ডলার পাবে বাংলাদেশ । কারণ, আইসিসি আগেই ঘোষণা করেছে, টুর্নামেন্টর পঞ্চম ও ষষ্ঠ পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে (৪ কোটি ২৫ লাখ টাকা)। সেক্ষেত্রে অংশগ্রহণ ফি ও ষষ্ঠ হওয়া বাবদ মোট ৪ লাখ ৭৫ হাজার ডলার (৫ কোটি ৭৬ লাখ টাকা) পাবে বাংলাদেশ। এ ম্যাচটা কোনো কারণে বৃষ্টিতে ভেস্তে গেলে ইংলিশদের পয়েন্টও বাংলাদেশের সমান ১ হবে। তবে রানরেটে এগিয়ে থাকায় (-০.৩০৫) তখন ষষ্ঠ হবে ইংল্যান্ড। আর বাংলাদেশ থাকবে সাত নম্বরে।
আর যদি ইংল্যান্ড জেতে? কোনো সমীকরণ ছাড়াই ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করবে ইংলিশরা। সঙ্গে আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার নিভু নিভু সলতে টাতে হাওয়া লাগতে পারে।
ম্যাচ হারায় সাউথ আফ্রিকার পয়েন্ট ৩-ই থাকবে, অন্যদিকে আফগানদের পয়েন্টও সমান ৩। তবে রানরেটে বিশাল ব্যবধানে পিছিয়ে আছেন রশিদ খানরা (সাউথ আফ্রিকা +২.১৪০, আফগানিস্তান -০.৯৯০)। এ অবস্থায় আফ্রিকার বিপক্ষে ইংলিশদের বিশাল ব্যবধানের জয়ই পারে বাভুমাদের রানরেট কমিয়ে আফগানদের নিচে নিয়ে আসতে।
সে বিশাল ব্যবধানটা কত? ধরে নেওয়া যাক, আগে ব্যাটিং করে ইংল্যান্ড যদি ৩০০ রান করে, সাউথ আফ্রিকা অন্তত ২০৭ রানে হারলেই সেমিফাইনালের টিকিট পাবে আফগানিস্তান!বাস্তবতা বিবেচনায় এ সমীকরণ মেলানো প্রায় অসম্ভব। আফগানদের জন্য ইংলিশরা অসম্ভবকে সম্ভব করতে পারে কি না, সেটাই এখন দেখার ।।