এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০১ আগস্ট : হেরোইন পাচার করতে গিয়ে বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশের হাতে হাতেনাতে ধরা পড়ে গেল এক যুবক । পুলিশ জানিয়েছে ধৃতের নাম জহির হোসেন ওরফে জহু । তাঁর বাড়ি দুবরাজপুর থানার অন্তর্গত খোঁজমহম্মদপুরে । ধৃতের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । শনিবার রাতে গ্রেফতারের পর এদিন রবিবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয় । বিচারক ধৃতকে ৩ আগষ্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ সুত্রে খবর, শনিবার রাতে নিরাময় জঙ্গলে বসেছিল সেখ জহির নামে ওই যুবক । স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে যায় । যুবকের গতিবিধি সন্দেহজনক লাগায় স্থানীয়দের মধ্য থেকে কেউ দুবরাজপুর থানায় খবর দিয়ে দেয় । খবর পেতেই নিরাময় জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় দুবরাজপুর থানার পুলিশ ও চন্দ্রপুরের সার্কেল ইন্সপেক্টর । সেখানে গিয়ে পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে । কিন্তু তার কথাবার্তা সন্দেহজনক লাগায় তল্লাশি চালায় পুলিশ । তখন ওই যুবকের প্যান্টের পকেট থেকে পলিথিনের প্যাকেটে বন্দি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয় । সে ওই হেরোইন কোথাও পাচার করার মতলবে ছিল বলে অনুমান পুলিশের । দুবরাজপুর আদালতের এপিপি রাজেন্দ্র প্রসাদ দে জানান, ধৃতের বিরুদ্ধে এনডিপিএস এক্টের ২১-বি ধারায় মামলা রুজু করা হয়েছে ।।