এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৮ ফেব্রুয়ারী : রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমা বাজির ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ওকড়সা বাজারে । বরাত জোরে প্রাণে বেঁচে গেছেন পার্শ্ববর্তী মুলটি গ্রামের বাসিন্দা সাফারুল শেখ নামে একজন তৃণমূল কর্মী । এস আই লটারি টিকিট বিক্রেতা সাফারুলকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছাড়া হয় বলে অভিযোগ । যদিও নিরাপদ দূরত্বে থাকায় তার কোন ক্ষতি হয়নি । বৃহস্পতিবার রাতে এই ঘটনার পর আজ শুক্রবার এ নিয়ে কাটোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি । এই ঘটনায় সাফারুলের সন্দেহ স্থানীয় তৃণমূল নেতা কোরবান মির্ধার দিকে । যদি অভিযোগ অস্বীকার করেছেন কোরবান । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে খবর, সাফারুল শেখের মামা তৃণমূলের নেতা সিরাজুর মণ্ডল আগে এলাকায় নেতৃত্ব দিতেন । সিরাজুরের প্রতিদ্বন্দ্বী হলেন কোরবান মির্ধা । সাফারুলের সঙ্গে কোরবানের কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল । এ নিয়ে মাঝেমধ্যেই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে । জানা গেছে, কাটোয়ার ওকড়সা বাজারে রয়েছে সাফারুল শেখের লটারির টিকিটের দোকান । বৃহস্পতিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে দুটি বোমা ছোড়া হয় । কিন্তু বোমা গুলি একটু দূরে ফাটায় তিনি রক্ষা পেয়ে যান । তবে এই ঘটনার পর তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ফের উত্তেজনা ছড়ানোর আশঙ্কা সৃষ্টি হয়েছে । যে কারণে সম্ভাব্য ঝামেলার আশঙ্কায় এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে ।।