এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৮ ফেব্রুয়ারী : নদীয়ার শান্তিপুরে হিন্দু কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল ভিন ধর্মের প্রতিবেশী যুবকের বিরুদ্ধে৷ আজ শুক্রবার এ নিয়ে নদীয়ার শান্তিপুর থানা এলাকার আরবান্দি দু’নম্বর পঞ্চায়েতের বাগদীয়ার মুসলিম পাড়ার বাসিন্দা আম্বার শেখের ছেলে আকিবুল শেখ নামে ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন নিখোঁজ কিশোরীর বাবা । এমনকি তার অভিযোগ যে মেয়ের খোঁজ করতে গেলে যুবকের পরিবার অশ্রাব ভাষায় গালিগালাজের পাশাপাশি মারধর ও প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় । পাশাপাশি তারা মেয়েটিকে পাচার করে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ তুলেছেন কিশোরীর বাবা-মা ।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ বাড়ির পাশে একটি দোকানে কিছু কেনাকাটা করতে গিয়েছিল কিশোরী৷ কিন্তু অনেক রাত পর্যন্ত সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে৷ নিখোঁজ কিশোরীর বাবা-মা বলেন,’ঘটনার কথা জানতে পেরে আমরা প্রথমে আকিবুল শেখদের বাড়িতে যাই৷ কিন্তু তার পরিবারের লোকজন আমার মেয়ের কোন খবরই জানে না বলে এড়িয়ে যায় । তারা আমাদের মারতে আসে । গালিগালাজ করে । তারা বলে, ‘তোরা এখান থেকে চলে যা । তোরা কিছুই করতে পারবি না । আর তোদের মেয়েকেও খুঁজে পাবি না ।’
তিনি জানান, ওই যুবকের বাড়ি থেকে ঘুরে আসার পর ফের তারা তাদের মেয়ের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন । তার সন্ধান না পেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাড়িতে যান । কিন্তু প্রধান বাড়ি থেকে বের হয়নি৷ এরপর ঘটনার কথা পরিচিতদের জানান । আজ সকালে শান্তিপুর থানায় গিয়ে তারা এটি অপহরণের মামলা দায়ের করেন । ওই দম্পতি জানান যে এখনো পর্যন্ত তারা তাদের মেয়ের কোন সন্ধান পাননি ।
জানা গেছে,নিখোঁজ কিশোরীরা দুই বোন৷ সে ছোট৷ দিদির বিয়ে হয়ে গেছে৷ স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে পড়াশোনা করে মেয়েটি । কিশোরীর বাবা মায়ের অভিযোগ,স্কুল ও টিউশন যাতায়তের পথে আকিবুল শেখ তাদের মেয়েকে বিভিন্নভাবে উত্যক্ত করত । তবে আকিবুলের সঙ্গে তাদের মেয়ের কোনো প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন তারা ।
জানা গেছে,আজ সকালে স্থানীয় পঞ্চায়েত প্রধান জিয়াউর রহমান শাহের বাড়িতে পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী,পার্শ্ববর্তী বিভিন্ন পঞ্চায়েত সদস্য এবং সমিতির সদস্যদের সাথে যান পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা । অভিযুক্ত যুবক প্রধানের পাড়ারই বাসিন্দা । কিন্তু মেয়েটির খোঁজে যাওয়া লোকজনদের সঙ্গে অভিযুক্তের বাবা আম্বার শেখ,মা লাইলি শেখ ‘নানাভাবে শাসায়’ বলে অভিযোগ৷ এমনটি মেয়েটার পরিবারকে হুমকি দেওয়া হয় যে তারা তাদের মেয়েকে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছে যে তার কোন সন্ধান কোনদিন পাবেন না । পাশাপাশি অস্রাব্য ভাষায় গালিগালাজ এবং খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে অভিযুক্তের পরিবারের সদস্যদের বিরুদ্ধে । নিখোঁজ কিশোরীর বাবা-মায়ের সন্দেহ যে তাদের মেয়েকে প্রলোভন দেখিয়ে অসত উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হয়েছে । যদিও সূত্রের খবর, মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ ।।