এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০১ আগস্ট : শনিবার রাতে আফগানিস্তানের কান্দাহার আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে রকেট হামলা করা হয়েছে । সংবাদসংস্থা এএফপিকে রবিবার বিমানবন্দরের প্রধান মাসুদ পশতুন জানিয়েছেন, কান্দাহার বিমানবন্দরে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়েছে । যার মধ্যে দুটি রানওয়েতে আঘাত করেছে । রকেট হামলায় কোনও ক্ষয়ক্ষতি না হলেও বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে । পাশাপাশি তিনি বলেন, ‘আমরা রানওয়ে সারানোর কাজ করছি। রবিবার রাতের দিকে বিমান পরিষেবা ফের শুরু হবে বলে আশা করছি ।’
এদিকে তালিবান বিদ্রোহীরা কান্দাহারকে চারিদিকে ঘিরে ফেলেছে । বর্তমানে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালিবান জঙ্গী গোষ্ঠীর ভীষন যুদ্ধ চলছে । কয়েক সপ্তাহ ধরেই তালিবানরা কান্দাহারের উপকণ্ঠে বারবার হামলা চালিয়ে যাচ্ছে । ফলে ঘুব শীঘ্রই প্রাদেশিক রাজধানী বিদ্রোহীদের দখলের যেতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে । জঙ্গীদের লাগাতার হামলার জেরে গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ।
সেপ্টেম্বরে বিদেশী সেনাবাহিনী প্রত্যাহারের পর থেকে আফগানিস্তানের অধিকাংশ গ্রামাঞ্চল এলাকাগুলির দখল নিয়েছে তালিবানি জঙ্গীরা । বর্তমানে তারা দেশের বৃহত্তর অংশ দখলে নেওয়ার জন্য জোরদার অভিযান শুরু করেছে । দেশের অধিকাংশ এলাকা জুড়ে আফগান সেনার সঙ্গে জঙ্গীদের মধ্যে তীব্র লড়াই চলছে । তালিবান যোদ্ধারা হেরাত, লস্করগাহ এবং কান্দাহারকে চারদিক থেকে ঘিরে রেখেছে । শনিবার রাতে কান্দাহার বিমানবন্দরে রকেট হামলায় তালিবানের হাত আছে বলে মনে করা হচ্ছে । কিন্তু কান্দাহারকে কেন টার্গেট করছে তালিবান জঙ্গী গোষ্ঠী ?
কারন মনে করা হচ্ছে, আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ জায়গা কান্দাহার । কান্দাহার বিমানবন্দর অস্ত্র, রসদ পাঠানোর জন্য ব্যবহৃত হয় । এজন্য এই বিমানবন্দর দখল করে আফগান সেনাবাহিনীকে দুর্বল করার জন্য তালেবানরা এই ধরনের হামলা করছে বলে মনে করা হচ্ছে । তাই বিগত দু’তিন সপ্তাহে তালেবানরা এই এলাকায় হামলা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে ।
কান্দাহারের এক সংসদ সদস্য এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেন, ‘কান্দাহার তালিবানদের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখানে তালিবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মধ্যে সর্বদা যুদ্ধ চলছে । যুদ্ধের কারনে এযাবৎ কয়েক হাজার মানুষ কান্দাহার থেকে বাস্তুচ্যুত হয়েছেন । তাঁরা পাকিস্তান, ইরানের মতো দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন ।’
প্রসঙ্গত, এই কান্দাহার থেকেই জন্ম হয়েছিল তালিবান জঙ্গী সংগঠনের । বর্তমানে তারা কান্দাহারকে সংগঠনের অস্থায়ী রাজধানী করতে চায় । তাই তারা এই এলাকার দখল নিতে আক্রমণের তেজ আরও বাড়িয়ে দিয়েছে । ফলে কান্দাহারে মানবিক বিপর্যয়ের আশঙ্কাও বাড়ছে ।।
ছবি : ট্যুইটার ।