এইদিন ওয়েবডেস্ক,বরিশাল,২৮ ফেব্রুয়ারী : হিন্দুদের ধর্মভ্রষ্ট করতে খাসির মাংসের মেনুর সঙ্গে গরুর মাংস মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশের বরিশাল শহরের একটি হোটেলের বিরুদ্ধে । বরিশাল শহরের ১৩২ নম্বর সদর রোডের ‘৫-এস গার্ডেন রেস্তোরাঁ’ বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে । ওই হোটেলে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজনই মধ্যাহ্নভোজ করতে যান । কিন্তু সম্প্রতি জনৈক এক হিন্দু উপভোক্তা হোটেলে মাংস খাওয়ার সময় তার সন্দেহ হয় । পরে তিনি জানতে পারেন যে তাকে খাসির মাংসের সঙ্গে গরুর মাংস মিশিয়ে দেওয়া হয়েছিল । এরপর তিনি বিষয়টি নিয়ে বরিশালের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানান । প্রতিদিনের বাংলাদেশ নামে একটি চ্যানেলে সম্প্রচারিত প্রতিবেদনে জানা গেছে যে ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বরিশালের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত বুধবার সকালে বরিশাল শহরের ১৩২ নম্বর সদর রোডের ‘৫-এস গার্ডেন রেস্তোরাঁ‘য় অভিযান চালায় । তখন অভিযোগের ঘটনার সত্যতা প্রমাণ পাওয়া যায় । যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি যে ভুল করে কর্মীরা এই কাজ করে ফেলেছে।
বরিশালের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক অপূর্ব অধিকারী বলেছেন, খাসির মাংসের সঙ্গে গরুর মাংস মিশিয়ে বিক্রি করা হচ্ছে ওই রেস্তোরাঁয় । এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত । তিনি বলেন, কিছুদিন আগে একজন ভোক্তা এই হোটেলেতে এসে খান৷ সেই সময় খাবারের তিনি তেলাপোঁকা পেয়েছিলেন । সেই ঘটনার তদন্ত করতে আমরা এখানে এসেছিলাম । তদন্তে আমরা দেখতে পাই যে কিছু অসঙ্গতি রয়েছে হোটেলে । আগের দিনের খাবার তারা গরম করে পরিবেশন করছে। আর এখানকার পরিবেশ ও বেশ কিছু অসঙ্গতি আছে। আর যে জিনিসটা খুবই উল্লেখযোগ্য, যেটা ভেবে আমার অবাক লাগছে যে এখানে এমন একটা কাজ হয়েছে যেটা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মত । গরুর মাংস এবং খাসির মাংস একসাথে রাখা হয়েছে । আর সেই মাংসই পরিবেশন করছেন সকলকে। এটা ওনারা কোনভাবেই করতে পারেন না ।’ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।।