এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৭ ফেব্রুয়ারী : শিলিগুড়ি জেলার ফুলবাড়ি চুনাবাটি এলাকায় সাকম্বরী চন্ডী মাতা মন্দিরে চুরির ঘটনায় দু’জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নুর আলম ও রানা দত্ত৷ ধৃতদের মধ্যে প্রথমজনের বাড়ি জুম্মাগজ এলাকায় এবং দ্বিতীয়জন সিপাইপাড়ার বাসিন্দা । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া কিছু টাকা ও দেবী প্রতিমার সোনার গহনা । বুধবার রাতে গ্রেফতারের পর আজ বৃহস্পতিবার ধৃতিদের শিলিগুড়ি জেলা আদালতে তোলা হয় ।
গত সোমবার চুনাবাটি এলাকায় সাকম্বরী চন্ডী মাতার মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। পরের দিন সকালে পুরোহিত দেবীর নিত্যসেবার জন্য এলে দেখেন মন্দিরের লোহার গেটের একাংশ ভাঙা । মন্দিরের সেবাইতের বৃদ্ধ সন্নাসী নারায়ন চন্দ্র দাস জানান, দানবাক্স থেকে নগদ ১৬ হাজার টাকা এবং দেবীর কিছু সোনার গয়না,কাঁসা পিতলের বাসনপত্র এবং দেবী প্রতিমার মাথায় লাগানো সোনার টিকলি খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা । খবর পেয়ে পুলিশ আসে । অবশেষে এই চুরির ঘটনায় বুধবার দুই দুষ্কৃতীকে চুরি যাওয়া সামগ্রীসহ গ্রেফতার করেছে পুলিশ ।।