এইদিন ওয়েবডেস্ক,নাটোর,২৭ ফেব্রুয়ারী : বাংলাদেশের নাটোরের সিংড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর সিদ্দিক (১৯) নামে একজন মাদ্রাসার ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জামতলী এলাকার চৌওড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু বক্কর সিদ্দিক সিংড়া উপজেলার বিজয়নগর গ্রামের আবু হানিফের ছেলে। সে পিপলসন কওমি মাদ্রাসার কিতাবখানার ছাত্র ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিশুকন্যাকে ফুসলিয়ে একটি মাদ্রাসার ফাঁকা ঘরে নিয়ে যায় আবু বক্কর সিদ্দিক। সেখানে শিশুটিকে ধর্ষণ করে সে । সেই সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আবু বক্কর সিদ্দিক পালিয়ে যায় । পরে নির্যাতিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
ওসি আরও জানান, ওই দিনই নির্যাতিতার বাবা আবু বকর সিদ্দিককে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয় ।।

