এইদিন ওয়েবডেস্ক,পুনে(মহারাষ্ট্র),২৭ ফেব্রুয়ারী : ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বুলডোজার অ্যাকশন হল মহারাষ্ট্রের পুনেতে । পুনের পিম্পরি চিঞ্চওয়াদ এলাকায় বাংলাদেশি এবং রোহিঙ্গাদের কবলে থাকা ৮২৭ একর জমি জবরদখল মুক্ত করা হয়েছে । ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অনুপ্রবেশকারীদের ভাঙাচোরা সামগ্রীর দোকান,গুদাম এবং অননুমোদিত মসজিদ ।
গত ১৫ ফেব্রুয়ারী থেকে ৫ দিন ধরে চলে এই বুলডোজার অ্যাকশন । একাধিক বুলডোজারকে কাজে লাগানো হয় । বিজেপি নেত্রী মাধবী লতা একটা ভিডিও বার্তায় বলেন,’পিম্পরি চিঞ্চওয়াদ এলাকায় ৮৫০ একর জমি বাংলাদেশি এবং রোহিঙ্গারা জবরদখল করে রেখেছিল । এখানে শুধু বেআইনি কারবারই চলত না,বরঞ্চ লাভ জিহাদ এবং ভোট জিহাদের মত কর্মকাণ্ডও চালাত তারা । এটি এমন একটা জায়গা যেখানে এক সময় ছত্রপতি শিবাজী মহারাজ এবং সম্ভাজি মহারাজের রাজত্ব ছিল । কিন্তু কিছু লোক নিজেদের ভোটব্যাঙ্ক বাড়াতে হিন্দুত্বকে নিলাম করেছিল৷ সেই সমস্ত লোকেদের যোগ্য জবাব দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দেবেন্দ্র ফড়নবীশ এবং বিজেপি নেতা মহেশ বাবু ।’
জানা গেছে,বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিমদের দেড় হাজারের অধিক পরিবার পুনের পিম্পরি চিঞ্চওয়াদ এলাকায় প্রায় ৩৩.৫৮ লক্ষ বর্গফুট এলাকা দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করছিল । সুদৃশ্য পাকা বাড়ি থেকে শুরু করে বিশাল মসজিদ পর্যন্ত নির্মান করে ফেলেছিল তারা । অবৈধভাবে দখলকৃত এলাকায় অপরাধও বেড়ে যাওয়ায় এলাকাটি মিনি-পাকিস্তান নামে পরিচিত ছিল। এই অঞ্চলে রোহিঙ্গা ও বাংলাদেশি জঙ্গিরাও লুকিয়ে থাকত বলে জানা গেছে! আর এই প্রকার বেআইনি বসবাসে উদ্ধব ঠাকরে,শারদ পাওয়ার ও কংগ্রেসের প্রচ্ছন্ন মদত ছিল বলে অভিযোগ । অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড করে দিয়ে তারা নিজেদের ভোটব্যাংক বাড়িয়েছিল বলে অভিযোগ উঠছিল । শেষ পর্যন্ত বিজেপি মহারাষ্ট্রে ক্ষমতায় ফেরার পরেই পুনের পিম্পরি চিঞ্চওয়াদ এলাকায় বড় বুলডোজার অ্যাকশনের সিদ্ধান্ত নেয় । বুলডোজারের পদক্ষেপ বন্ধ করার জন্য হাইকোর্টে ৩০ টি পিটিশন দাখিল করা হয়েছিল কিন্তু সবগুলি খারিজ হয়ে যায়।।