এইদিন ওয়েবডেস্ক,গাজোল,৩১ জুলাই : হাইটেনশন বিদ্যুৎ লাইনের টাওয়ারের উপর ৭ ঘন্টা ধরে ঠায় বসে রইল যুবক । স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিদ্যুৎ দপ্তর ও দমকল বিভাগের কর্মীরা । তারপর সাময়িকভাবে বিদ্যুৎ সরবারহ বন্ধ রেখে প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্ঠায় দমকল কর্মীরা তাঁকে টাওয়ার থেকে নামিয়ে আনে । শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর কার্যত ধুন্ধুমার কান্ড বেধে যায় মালদা জেলার গাজোল থানার ফুলবাড়ি গ্রামে । জানা গেছে,যুবকের নাম মুর্মু হেমব্রম(৩০) । তাঁর বাড়ি মালদা জেলার ওল্ড মালদা থানার লালদীঘি অঞ্চলের সন্ন্যাসদিঘী গ্রামে । সে ঠিক কি উদ্দেশ্যে সকাল থেকে টাওয়ারের উপর বসে ছিল তা স্পষ্ট নয় । স্থানীয়দের অনুমান মানসিকভাবে অসুস্থ ওই যুবক ।
জানা গেছে, এদিন সকালে প্রায় ৫ টা নাগাদ ফুলবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা চাষের কাজে মাঠে গিয়েছিলেন । তখন তাঁরা মাঠে হাইটেনশন বিদ্যুৎ লাইনের একটি টাওয়ারের একেবারে ডগায় কাউকে বসে থাকতে দেখেন । ভালো করে দেখতেই তখন তাঁদের নজরে পড়ে মাথায় লম্বা উস্কোখুস্কো চুল, বেশ কিছু দিন সেভ না করা দাঁড়ি গোঁফ ফুলশার্ট গেঞ্জি ও কালো প্যান্ট পড়া এক যুবক টাওয়ারের উপর ঘুরে বেড়াচ্ছে আর নিজের মনে বিড়বিড় করে বকছে ।
স্থানীয় বাসিন্দা কিয়ামত দিন সুনীল রাজবংশীরা বলেন, ‘ওই যুবককে দেখে প্রথমে মনে করেছিলাম সে আত্মহত্যার জন্য টাওয়ারের উপর উঠেছে । তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নামানোর চেষ্টা করি । কিন্তু কিছুতেই নামাতে পারিনি । বুঝতে পারি যুবকের মানসিক কিছু সমস্যা আছে । শেষে গাজোল থানায় ফোন করে বিষয়টি জানাই ।’
জানা গেছে,খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে গাজোল থানার পুলিশ । পুলিশও প্রথমে ওই যুবককে বুঝিয়ে কোনও রকমে টাওয়ার থেকে নামানোর চেষ্টা করে । কিন্তু পুলিশের প্রচেষ্টাও ব্যর্থ হয় । শেষে পুলিশের কাছ থেকে খবর পেয়ে দমকল ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে । প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় । তারপর টাওয়ারের উপরে উঠে বেশ কিছুক্ষনের চেষ্টায় বেলা প্রায় ১২ টা নাগাদ যুবককে ধরে নিচে নামাতে সক্ষম হন দমকল কর্মীরা । নিচে নামিয়ে আনার পর তার মুখে চোখে জল দিয়ে কিছুটা ধাতস্ত করে তোলা হয় । ততক্ষণে ঘটনাস্থলে জুটে যায় শতাধিক দর্শক ।
সকলে মিলে অনেক পিড়াপীড়ি করলে তখন ওই যুবক জানায়, তাঁর নাম মুর্মু হেমব্রম । তিনি ময়নাগুড়িতে কাজে গিয়েছিলেন । এদিন ভোরে মালদা নামেন । মালদা থেকে তিনি হেঁটে আট মাইল আসেন ৷ আট মাইল থেকে পান্ডুয়া । তারপর সোজা ফুলবাড়ি গ্রামের মাঠে এসে ওই বিদ্যুতের টাওয়ারের উপর উঠে পড়েন ।
কিন্তু কি উদ্দেশ্যে তিনি টাওয়ারে উঠেছিলেন ? যদিও এই প্রশ্নের উত্তর মুর্মু হেমব্রমের কাছ থেকে পাওয়া যায়নি । শুধু তিনি বলেন, ‘আমি ৩ দিন ধরে কিছু খাইনি ।’ এই কথা শোনার পর পুলিশ কর্মীরা তাঁকে থানায় নিয়ে যায় । দুপুরের খাওয়ার ব্যাবস্থা করে । পুলিশ জানিয়েছে,যুবককে কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে বাড়ি পৌঁছে দেওয়া হবে ।।