প্রদীপ চট্টেোপাধ্যায়,বর্ধমান,২৬ ফেব্রুয়ারী : শিবরাত্রির দিন খোদ ভৈরবপুরে ঘটেগেল মহা অঘটন। উল্টে যাওয়া মোটর ভ্যানের নিচে চাপা পড়ে মৃত্যু হল এক শিশু পুত্রের।মৃত শিশুর নাম তৃষান রায় (৮)।হুগলীর দাদপুর থানার আমড়া এলাকায় বসবাস শিশুর পরিবারের।বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানাার চকদিঘী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভৈরবপুর গ্রামে । উল্টে যাওয়া মোটর ভ্যানটি আটক করার পাশাপাশি পুলিশ শিশুর মৃতদেহ উদ্ধার করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।শিবরাত্রির দিন এক শিশুর এমন মর্মান্তিক পরিণতিতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন ভৈরবপুরের বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,তৃষান রায়ের মামার বাড়ি ভৈরবপুর গ্রামে।শিবরাত্রির দিন মহা ধুমধাম করে শিব তথা ভৈরবের পুজো হয় ভৈরবপুর গ্রামে।সেখানেই এদিন দুর্ঘটনাটি ঘটে । শিশুটির মামা দীপঙ্কর হাজারা জানিয়েছেন,দেবতা ভৈরবের পুজো দেখতে পরিবার সদস্যদের সঙ্গে মামার বাড়িতে এসেছিল তাঁর ভাগ্নে তৃষান ।এদিন দুপুরে ভাগ্নে ঠাকুর তলাতেই ছিল। নিকটে থাকা রঙ্কিনী মহুলা ঠাকুর তলায় যাওয়ার জন্য অন্য কয়েকজন ছোট ছেলের সঙ্গে তৃষানও একটি মোটর ভ্যানে চেপে বসে।ভৈরবপুর গ্রামের ঠাকুর তলায় ভিড় ভাট্টা টপকে একটা বাঁক কাটিয়ে যাওয়ার সময় হঠাৎতই মোটর ভ্যানটি রাস্তায় উল্টে যায়।ওই সময় মোটর ভ্যানের নিচে চাপা পড়ে যায় শিশু তৃষান। মারাত্মক জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।কিন্তু শেষ রক্ষা হয় নি।চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য শিশুর দেহ বৃহস্পতিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ মর্গে পাঠানো হবে। মোটর ভ্যানটি আটক করা হয়েছে।।