এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ ফেব্রুয়ারী : সিপিএমের বর্ষীয়ান নেত্রী কথিত সেকুলারপন্থী বৃন্দা কারাতের লেখা বই “হিন্দুত্বের হিংসার মুখে নারী” নিয়ে ব্যাপক জলঘোলা হচ্ছে । তবে বৃন্দার এই প্রকার একপেশে ধ্যানধারনা নিয়ে তৃণমূল বা জাতীয় কংগ্রেসের তেমন কোনো মাথাব্যথা না থাকলেও বিজেপি সিপিএমের “ভন্ডামি” চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে । সোমবার হুগলির ডানকুনিতে সিপিএমের রাজ্য সম্মেলনে বইটির আনুষ্ঠানিক প্রকাশ হওয়ার পর থেকেই ওই বামপন্থী দলকে তুলোধুনো করছে গেরুয়া শিবির । মঙ্গলবার টলিউডের অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এনিয়ে ফেসবুক পোস্টকে সিপিএমকে আয়না দেখিয়েছেন । এবারে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গে মৌলবাদের উত্থানে তৃণমূলের পাশাপাশি সিপিএমের ৩৪ বছরের শাসনকে দায়ি করলেন । বৃন্দা কারাতের উদ্দেশ্যে একটা খোলা চিঠি লিখেছেন অগ্নিমিত্রা । তাতে তিনি লিখেছেন :
‘মাননীয়া বৃন্দা কারাত,
নিজেদের ভোট রাজনীতির স্বার্থে হিন্দুদের আর কতোভাবে ছোট দেখানোর চেষ্টা করবেন? যাতে আপনাদের ভোট ব্যাঙ্কের কাছে বার্তা পৌঁছে দেওয়া যায়, আমি তোমাদেরই লোক’। আপনি জানেন আমাদের ঘরের পাশেই বাংলাদেশ বলে একটা দেশ আছে। আজ ৬ মাসের উপর হয়ে গেল ওই দেশে হিন্দু নারীদের উপর অত্যাচার চলছে। একাধিক হিন্দু মহিলাকে ধর্ষণ করা হয়েছে। বাড়ি, ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। জোর করে ধর্মান্তকরণ হয়েছে। হ্যাঁ হিন্দু মহিলাদের সঙ্গে ।’
অগ্নিমিত্রা পাল লিখেছেন,’আপনি বই লিখলেন, হিন্দুত্বের হিংসার মুখে নারী। বাংলাদেশের নারীরা কাদের হিংসার মুখে পড়েছে? লিখতে আপনার হাত কাঁপলো? নাকি হিন্দুদের সহণশীলতার পরীক্ষা নিচ্ছেন? কুম্ভে গিয়ে দুর্ঘটনায় মারা গেলে আপনাদের কাছে ধর্মভীরু হয়ে যায়! আজ ওদের বেলা? সবাই ধর্মপ্রাণ। এরাজ্যে মৌলবাদ মাথা তুলে দাঁড়িয়েছে। এর দায় যেমন তৃণমূল সরকারের। ঠিক তেমনি সিপিএমের ৩৪ বছরের শাসনের। আপনাদের একচক্ষু নীতিতে বাংলায় অনুপ্রবেশ বেড়েছে বছরের পর বছর। ভোটের স্বার্থে অনুপ্রবেশে মদত দিয়েছেন। সেই বিষবৃক্ষ আজ ডালপালা ছড়িয়েছে বহুদূরে।’
বিজেপি বিধায়িকার কথায়,’যিনি জেগে ঘুমান তাঁকে জাগানো যায়না। একদিকে ভালো করেছেন নিজেদের মুখোশ নিজেই খুলে দিয়েছেন। আপনারা হিন্দু বিরোধী সেটা আরেকবার বই লিখে প্রমাণ করে দিলেন। শুধু খেয়াল রাখবেন সহণশীলতার একটা মাত্রাও থাকে।’ পাশাপাশি তিনি বৃন্দা কারাত ও মহম্মদ সেলিম হ্যাশট্যাগ ব্যবহার করেছেন ।
এর আগে এই বিষয়ে রুদ্রনীল ঘোষ সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কলকাতার রাজপথে গরুর মাংস খাওয়ার পুরনো ছবিও পোস্ট করে সিপিএমের ভন্ডামি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন রুদ্রনীল ঘোষ । তিনি বলেন,কথায়,’মুসলমানরা আক্রান্ত হলে কোলকাতায় সিপিএম কেঁদে মিছিল করে, কিন্তু বাংলাদেশে বা কোথাও হিন্দু নিধন ও ধর্মান্তকরণ হলে পশ্চিমবঙ্গে এরা চুপ থাকেন ।’।