এইদিন বিনোদন ডেস্ক,২৫ ডিসেম্বর : দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবনে ছেদ পড়তে চলেছে বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার। বলিউডের সুখী দম্পতি হিসেবে পরিচিত তারা। তবে এবার সেই সুখের সংসারে অসুখ বাসা বেঁধেছে। সম্প্রতি তা ফাঁস করেছেন অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা। পরকীয়ার অভিযোগ এনেছেন নায়কের বিরুদ্ধে। অর্ধেক বয়সী মারাঠি এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন গোবিন্দ। তার সঙ্গেই খাচ্ছেন ডুবে ডুবে জল। গুঞ্জন, সেই জলেই টালমাটাল নায়কের সংসার।
এক সাক্ষাৎকারে গোবিন্দপত্নি বলেন, আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর বয়স ৬০-এর বেশি বয়স। জানি না, কখন কী করবে।সুনীতা জানান, আগে কাজের ব্যস্ততায় কোনোরকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!
গোবিন্দের ক্যারিয়ারে যখন ভরা বসন্ত তখন বিয়ে করেন সুনীতাকে । তবে ক্যারিয়ারে প্রভাব পড়তে পারে বলে বিয়ের কথা গোপন রেখেছিলেন। তিন বছর পর প্রকাশ্যে আনেন পরিণয়ের কথা। একসময় গোবিন্দ-সুনীতার মধ্যে ভালোবাসার কোনো খমতি ছিল না । তবে আজ তার এতই অভাব যে দুজনের ঘরই আলাদা হয়ে গেছে। একসঙ্গে থাকার তাগিদও ফুরিয়েছে। দুই সন্তান নিয়ে স্ত্রী থাকেন। অন্যদিকে নিজের বাংলোয় একা থাকেন গোবিন্দ। আইনত বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে ।।
Govinder’s 37-year-old marriage is breaking up due to extramarital affairs