এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ ফেব্রুয়ারী : আজ মঙ্গলবার সাতসকালেই কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় ভূকম্পণ অনুভূত হয়েছে৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরে এবং গভীরতা ছিল ৯১ কিলোমিটার। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্রও ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে ।ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি গুগুল আজ সকাল ৬:১০ টায় কলকাতায় ভূমিকম্পের সতর্কতা দিয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে, উড়িষ্যা থেকে ১৭৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্র হতে পারে।
যদিও ভলকানো ডিসকভারি বলেছে,মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে, স্থানীয় সময় সকাল ৬.৪০ মিনিটে (GMT +৬) ভারত থেকে ২১৬ কিলোমিটার (১৩৪ মাইল) দূরে বঙ্গোপসাগরে ৫.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে । ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল) এবং এলাকাজুড়ে ব্যাপকভাবে অনুভূত হয়েছিল । ভূমিকম্পের অগভীরতার কারণে একই মাত্রার গভীর ভূমিকম্পের তুলনায় কেন্দ্রস্থলের কাছে এটি বেশি তীব্রভাবে অনুভূত হয়েছিল।।