প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩১ জুলাই : রাজ্য পুলিশের জালে ইতিমধ্যেই ধরা পড়েছে ভুয়ো সিবিআই অফিসার,আইপিএস ও পুলিশ অফিসার।এবার ’ন্যাশনাল হিউম্যান রাইটস এ্যান্ড সোশ্যাল জাস্টিস ব্যুরো ইন্ডিয়া’ লেখা ’প্লেট’ গাড়িতে লাগিয়ে ঘোরার দায়ে গ্রেপ্তার হল ৩ ব্যক্তি। ধৃতদের নাম আজিজ আলী শেখ,জাকির হোসেন ও আমজাদ হোসেন। আজিজ ও জাকির মুর্শিদাবাদ জেলার চকবাজার এলাকার বাসিন্দা । অপর ধৃত আমজাদ হোসেন মুর্শিদাবাদ থানা এলাকার বাসিন্দা । সে আজিজ ও জাকিরের ব্যবহৃত গাড়ির চালক।পূর্ব বর্ধমান জেলার কালনা থানার পুলিশ ৩ জনকেই গ্রেফতার করেছে । বাজেয়াপ্ত করা হয়েছে ’ভুয়ো’ প্লেট লাগানো ধৃতদের ব্যবহৃত দামি চারচাকা গাড়িটি । সুনির্দিষ্ট ধারায় মালা রুজু করে পুলিশ শনিবার ৩ ধৃতকে পেশ করে কালনা মহকুমা আদালতে ।তদন্তের প্রয়োজনে তদন্তকারী অফিসার ধৃতদের ৭ দিন পুলিশি হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান । বিচারক ধৃতদের ৩ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকালে কালনার ডাঙ্গাপাড়া এলাকায় একটি হোটেলের সামনে দাঁড়ায় সাদা রঙের দামি একটি চার চাকা গাড়ি । গাড়ি থেকে নেমে তিনজন সেখানকার হোটেলের ভিতর ঢুকে যায় । ওই সময়ে স্থানীয় লোকজন দেখেন ওই গাড়িটির সামনে নিল ও লালচে রঙের একটি ’প্লেট’ লাগানো রয়েছে । সেই প্লেটে লেখা রয়েছে , ‘ন্যাশানাল সেক্রেটারি- ইউথ সেল -ন্যাশানাল হিউম্যান রাইটস এ্যান্ড সোশ্যাল জাস্টিস ব্যুরো ইন্ডিয়া’ । গাড়িতে এমন সব কিছু লেখা প্লেট দেখে এলাকার লোকজনের সন্দেহ হয় ।গাড়ির আরোহীরা ভুয়ো “ন্যাশনাল হিউম্যান রাইটসের“ লোক হতে পারে বলে তারা মনে করে নেন । পুলিশকেও তারা বিষয়টি জানান । পুলিশ ওই হোটেলের সামনে পৌছায় । গাড়িটিতে লাগানো প্লেট লেখা পড়ে পুলিশেরও সন্দেহ জাগে । এরপরেই কালনাথানার পুলিশ ওই গাড়িটি ও তার তিন আরোহীকে তুলে নিয়ে থানায় চলে যায় ।
ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে
পারে আজিজ আলী ও জাকির হোসেন বিভিন্ন ধরনের পাথর (গ্রহরত্ন) বিক্রি করে । সেই কাজে বিভিন্ন জায়গায় তাঁরা যাতায়াত করে । গাড়ি চালক আমজাদ হোসেন যাতে ‘টোল ট্যাক্স’ ফাঁকি দিয়ে ও ‘নাকা চেকিং’ টপকে যাতে অনায়াসে যাতায়াত করতে পারে তার কৌশল আঁটে পাথর ব্যবসায়ীরা। সেই কৌশল স্বরুপ তারা গাড়িতে ‘ন্যাশানাল হিউম্যান রাইটস এ্যান্ড সোশ্যাল জাস্টিস ব্যুরো ইন্ডিয়া’ লেখা প্লেট লাগায়। জেরায় এমন তথ্য উঠে আসার পরেই পুলিশ ওই গাড়ির চালক ও দুই পাথর ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।পুলিশের দাবি ধৃতদের কাছ থেকে অলংকারে ব্যবহারের বেশকিছু পাথর পাওয়া গিয়েছে। সেগুলি সহ ’ভুয়ো’ প্লেট লাগানো গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে ।
কালনার এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য জানিয়েছে, ‘ধৃতদের প্রকৃত পরিচয় উদ্ধার এবং তাঁদের সঙ্গে অন্য কোন চক্রের যোগ আছে কিনা তা জানতে ধৃতদের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে । তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে ।।