এইদিন ওয়েবডেস্ক,ব্যারাকপুর(উত্তর ২৪ পরগণা),২৪ ফেব্রুয়ারী : একই পাড়ায় বসবাসের সূত্রে যুবককে “কাকু” সম্মোধন করত অষ্টম শ্রেণীর ছাত্রী । কিন্তু সেই কাকুই যে জীবনের সবচেয়ে মারাত্মক সর্বনাশটা করে দেবে তা ঘুণাক্ষরেও টের পায়নি ওই ছোট্ট মেয়েটি । প্রতিদিনের মতো সন্ধ্যাতে মেয়েটি টিউশন পড়তে যাচ্ছিল । তখন সেই কাকু তার পথ আটকায় । তাকে জোর করে তুলে নিয়ে যায় পাশের একটি পরিত্যক্ত বাড়িতে । তারপর মেয়েটির উপর সে পাশবিক অত্যাচার চালায় । নিজের সম্ভ্রম বাঁচাতে সাহায্যের জন্য মরিয়াভাবে চিৎকার করেছিল ওই অষ্টম শ্রেণীর ছাত্রী । কিন্তু সেই সময় পাড়ায় তারস্বরে মাইক বাজছিল । তাই তার আর্ত চিৎকার ঢাকা পড়ে যায় । পরে কোনরকম নিজের প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরে আসে মেয়েটি৷ ঘটনার কথা খুলে বলে সে । পশ্চিমবঙ্গে একের পর নারী নির্যাতনের ধারাবাহিকতায় এই নবতম ধর্ষণের ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের মোহনপুর থানার জাফর স্কুল পাড়া এলাকায় । পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে ।
নির্যাতিতার বাবা জানিয়েছেন, তার মেয়ে ধৃত যুবককে ‘কাকু’ বলে ডাকত । তাকে বিশ্বাস করত । কিন্তু সে যে বিশ্বাসঘাতকতা করে তার মেয়ের এরকম সর্বনাশ করে দেবে তা সে কল্পনাও করতে পারিনি । আরো জানান যে ওই ছেলেটার বিরুদ্ধে এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে । তিনি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।।
Neighborhood “aunt” picked up eighth grade student from the street and raped her

