এইদিন ওয়েবডেস্ক,দুর্গাপুর(পশ্চিম বর্ধমান),২৪ ফেব্রুয়ারী : মদ্যপ যুবকদের হাত থেকে নিজের সম্ভ্রম বাঁচাতে প্রাণ দিলেন হুগলির এক তরুনী । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ ও পানাগড়ের মাঝামাঝি এলাকায় । মৃত তরুণীর নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায় ৷ তার বাড়ি হুগলির চন্দননগরে । বুদবুদে একটি পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরার সময়ে কয়েকজন মধ্যপ যুবকের কুনজরে পড়ে যান তিনি৷ নিজের সম্ভ্রম বাঁচাতে তরুনীর গাড়ির চালক দ্রুত গাড়ি চালিয়ে পালানোর সময় তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে । যার ফলে মৃত্যু হয় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের । আহত হয়েছেন গাড়িতে থাকা আরও কয়েকজন । এদিকে এই ঘটনার পর পশ্চিমবঙ্গে আইনের শাসন ও মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ।
জানা গেছে, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী ছিলেন তিনি সুতন্দ্রা চট্টোপাধ্যায়। রবিবার গভীর রাতে একটি চারচাকা ছোট গাড়িতে করে চালক সুতন্দ্রাসহ ৫ জন চন্দননগর থেকে গয়ার উদ্যেশ্যে রওনা দিয়েছিলেন।বুদবুদে একটি পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরার সময় সুতন্দ্রাকে উদ্দেশ্য করে নোংরা ভাষায় কথা বলছিল কিছু মদ্যপ যুবক । তারপর কোনো রকমে গাড়িতে তেল পুরে সেখান থেকে পালানোর চেষ্টা করেন
সুতন্দ্রারা । কিন্তু ওই যুবকরা একটি ছোট সাদা গাড়িতে করে তাদের ধাওয়া করে ।বুদবুদ থেকে পানাগড় পর্যন্ত ওই দুর্বৃত্তদের দল সুতন্দ্রাদের গাড়ি পিছু নেয় । সুতন্দ্রাদের গাড়িতে ধাক্কাও দেয় । পানাগড় বাজারের রাইসমিল রোডের মুখে মদ্যপ যুবকরা সুতন্দ্রাদের গাড়িকে প্রায় আটকে ফেলে । তখন ভয়ে সুতন্দ্রাদের গাড়ির চালক পানাগড় বাজারের রাইস মিল রোডে দ্রুত গতিতে গাড়িটি ঢুকিয়ে দেন । কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি দোকানে,এরপর রাস্তার ধারে শৌচাগারে এবং রাস্তায় পড়ে থাকা লোহার যন্ত্রাংশে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। তার আগেই গাড়ি ফেলে চম্পট দেয় দুর্বৃত্তদের দল । পুলিশ গাড়ি দুটিকে আটক করার পাশাপশি মৃত তরুনীর দেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীদের ওই দলটির কোন হদিস করতে পারিনি পুলিশ । এলাকার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে খবর ।।