এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ ফেব্রুয়ারী : প্রয়াগরাজের মহাকুম্ভে পূন্যস্নান করে হাসিমুখে তার ছবিও পোস্ট করেছেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। কিন্তু প্রয়াগরাজ থেকে ফিরে এসেই যোগী আদিত্যনাথ সরকারের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন । সংবাদ প্রতিদিন ডিজিটালের সঙ্গে মহাকুম্ভের স্নান নিয়ে কথা বলতে গিয়ে শ্রীময়ী মন্তব্য করেছেন,’তারকাদের স্নানের ছবি ইন্টারনেটে দেখে ঝকঝকে ব্যবস্থা আছে ভেবে এলে ঠকতে হবে। হুজুগে এসে দেখলাম একেবারে ফেঁসে গেছি । ত্রিবেণী সঙ্গমে ভিআইপি জোনেই স্নান করেছি। শান্তিতে শুধু স্নানটাই করতে পেরেছি। জায়গা পেয়েছি পোশাক বদলানোর জন্য। কিন্ত সেটা ছাড়া বাকি অবস্থা খুবই খারাপ।’
শ্রীময়ী চট্টরাজের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় রাজ্য বিজেপির সহ সভাপতি তরুনজ্যোতি তিওয়ারি মনে করছেন যে মমতা ব্যানার্জির রোষানল থেকে বাঁচার জন্য শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক নাটক করছেন । তিনি এক্স-এ লিখেছেন,’শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক: নিজেরা গিয়েছিলেন, স্নান করেছেন, হাসিমুখে ছবি তুলেছেন, আর এখন প্রহসন করছেন ! শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিককে কে বলেছিল মহাকুম্ভে যেতে? তাঁরা নিজেরাই স্বেচ্ছায় গিয়েছিলেন, গঙ্গাস্নান করেছেন, এমনকি হাসিমুখে ছবি তুলেছেন। কিন্তু এখন হঠাৎ করে প্রশাসনের বিরুদ্ধে বিষোদগার করছেন! এটা যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ থেকে বাঁচার জন্য একটা রাজনৈতিক নাটক, তা সহজেই বোঝা যায়।’
পাশাপাশি মহাকুম্ভে যোগী সরকারের ব্যবস্থার ঢালাও প্রশংসা করে তরুনজ্যোতি লিখেছেন, ‘প্রয়াগরাজ কুম্ভ মেলায়— কয়েক হাজার শৌচাগার স্থাপন করা হয়েছে। নিয়মিত সেগুলো পরিষ্কার করার জন্য বিশাল কর্মী বাহিনী রয়েছে। গোটা ব্যবস্থাপনার জন্য প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। প্রয়াগরাজের মতো একটা ছোট শহরে পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় ছয়গুণ মানুষ ইতিমধ্যেই স্নান করেছেন, অথচ সমগ্র ব্যবস্থাপনা প্রশংসিত হয়েছে। এমনকি তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি ও নেত্রী সুজাতা মণ্ডলও উত্তরপ্রদেশ প্রশাসনের ব্যবস্থাপনার প্রশংসা করেছেন।’
সেই সাথে রাজ্যের স্কুলগুলির শৌচাগার নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন,’অন্যদিকে, পশ্চিমবঙ্গের সামান্য সরকারি স্কুলে শৌচাগার পরিষ্কার রাখা হয় না, সুলভ শৌচাগারগুলোর অবস্থা শোচনীয়। সেই রাজ্যের প্রতিনিধিরা এখন কুম্ভের ব্যবস্থাপনা নিয়ে নালিশ করছেন! এটা কি দ্বিচারিতা নয়? শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক, আপনাদের নাটক সবাই বুঝতে পারছে!’