এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ ফেব্রুয়ারী : দিল্লিতে বিজেপির অভাবনীয় জয়ের পর গত ১০ ফেব্রুয়ারী তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে ২০২৬ সালের এরাজ্যের ভোট নিয়ে “ডোন্ট কেয়ার” ভাব দেখা গিয়েছিল মমতা ব্যানার্জির মধ্যে । তিনি দাবি করেছিলেন,’দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি। হরিয়ানায় আপ কংগ্রেসকে সাহায্য করেনি। দু’দল একসঙ্গে থাকলে এই ফল হত না। বাংলায় কাউকে দরকার হবে না। এখানে কংগ্রেসের কিছু নেই, আমরা একাই যথেষ্ট। দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে ২৬-এর ভোটে আমরাই ফিরব।’ যদিও ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফলে মমতাকে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী দেখালেও গত বুধবার নবান্নে ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের সঙ্গে একপ্রস্থ গোপন বৈঠক সেরে নিয়েছেন মুখ্যমন্ত্রী । তবে তাঁদের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ্যে না এলেও বিষয়বস্তু যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন, সেটা দিনের আলোর মত স্পষ্ট । এই প্রসঙ্গে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের প্রতিক্রিয়া হল, ‘দিল্লি, হরিয়ানা ও মহারাষ্ট্রে বিজেপি জেতায় ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী ৷’ পাশাপাশি তিনি এরাজ্যের “ভুয়ো ভোটার” নিয়েও প্রশ্ন তুলেছেন ।
আজ কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেছেন,’সারা বাংলা জুড়ে “ভুয়ো ভোটার” ছড়িয়ে পড়ছে।এই ধরণের অবৈধ অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংকে পরিণত হয়েছে । কিন্তু দিল্লি,হরিয়ানা ও মহারাষ্ট্রে বিজেপি জেতার পরে এখন উনি উল্টে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছেন।আসলে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন।আপনার রাজ্যের জেলাশাসকদের অধীনে এই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়ে থাকে । আর আপনি এখন উল্টে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছেন।’ তিনি মমতা ব্যানার্জিকে তোপ দেগে বলেন,’লজ্জা!আপনি তোষণের রাজনীতিতে বিশ্বাসী।আপনার আসল উদ্দেশ্যে সংখ্যালঘুদের তোষণ করে বাংলায় অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা।এই রাজ্য সরকারের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ না নিলে দেশের নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে পড়বে।’
দুর্নীতি ও তোলাবাজি নিয়ে হানাহানি ইস্যুতেও রাজ্যের শাসকদলকে একহাত নিয়েছেন অগ্নিমিত্রা পাল । তিনি বলেছেন,’তৃণমূল দলের কোনও নীতি আদর্শ নেই।তাঁদের একটাই নীতি কী করে তোলাবাজি করে কাটমানির ভাগবাটোয়ারা পাওয়া যায়। আসলে বীরভূমের কাজল শেখ ও অনুব্রত মন্ডলের মধ্যে তোলাবাজি ও সিন্ডিকেটের ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল চলছে।নিজেদের কাটমানির ভাগের লড়াইয়ের মধ্যে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের।’
বিজেপি নেত্রী এই বিষয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন । পাশাপাশি “কাটমানির ভাগ” পুলিশ সরাসরি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে দেয় বলেও দাবি করেছেন । অগ্নিমিত্রা বলেন,’পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।কারণ,তৃণমূলের সেই কাটমানির ভাগ স্থানীয় থানা থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাড়ি পর্যন্ত পৌঁছায় ।’ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে অগ্নিমিত্রা বলেন,’বাংলা এখন বোমা,গুলি ও বন্দুকের আতুরঘরে পরিণত হয়েছে।বাংলার মানুষের কোনও সুরক্ষা নেই।মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী হিসাবে সম্পূর্ণরূপে ব্যর্থ।বাংলার মানুষের সুরক্ষার দাবিতে আমাদের লড়াই চলছে ও চলবে।’ সেই সাথে ‘আগামী নির্বাচনে বাংলার মানুষ এই অপদার্থ সরকারকে গণতান্ত্রিক উপায়ে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত’ বলেও আশা প্রকাশ করেছেন তিনি।।