এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২৩ ফেব্রুয়ারী : বান্ধবীকে নিয়ে প্রমোদভ্রমণে গিয়ে গুলিকাণ্ডে হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পালকে এখনই গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছে হাওড়া সিটি পুলিশ । যদিও ওই বিতর্কিত আইসি তদন্তে সহযোগীতা করছেন না বলে জানা গেছে । কারন জিজ্ঞাসাবাদে এখনও তিনি তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে জানানো হয়েছে৷ এদিকে গত বুধবার রাতে নিজের রিভালবারে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে টানা তিনদিন ধরে হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জয়ন্ত পাল । শনিবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । যদিও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি তিনি ।
বুধবার রাতে বান্ধবীর সাথে বচসার সময় পিস্তল দিয়ে নিজের বাম হাতেই গুলি চালিয়ে দেন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল । ঘটনার মোড় ঘোরাতে তিনি অজ্ঞাতপরিচয় হামলাকারীর প্রসঙ্গ উত্থাপন করে তদন্তকারী দলকে বিভ্রান্ত করার চেষ্টা করেন । এমনকি পরে চিকিৎসাধীন অবস্থায় নিজেদের মধ্যে ব্যাপার বলে মিটমাট করে ফেলতে চেয়েছিলেন তিনি। যদিও পরে সেটা মিথ্যা বলে প্রমাণিত হয় । পুলিশ অকুস্থল থেকে পাওয়া কার্তুজের খোল এবং দেশি পিস্তল পরীক্ষার জন্য পাঠাবে বলে জানা গেছে ।
পুলিশ সূত্রে খবর,চণ্ডীতলা থানার আইসির বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা, মারধর, ভীতি প্রদর্শনসহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয়েছে । যদিও তাকে এখনই গ্রেফতার করতে রাজি নয় পুলিশ । তদন্তে দোষ প্রমান হওয়ার পরেই তাকে গ্রেফতার করা হবে বলে জানা গেছে ।।